আরতি-শত্রুঘ্নকে বঙ্গবিভূষণ, কী কী চমক থাকছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজো মিটলেও বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্ত নেই। আজ থেকেই ধুমধাম করে শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আর উদ্বোধনী অনুষ্ঠানেই পরপর দুই চমক দিল রাজ্য সরকার। বঙ্গবিভূষণে সম্মানিত হলেন প্রবীণ সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

উদ্বোধন হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুরস্কার দেন দুই বর্ষীয়ান শিল্পীকে। সঙ্গীত জগতে অবিস্মরণীয় অবদানের জন্য এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে আরতি মুখোপাধ্যায়কে। সুদীর্ঘ সঙ্গীত কেরিয়ার তাঁর। খ্যাতনামা অভিনেত্রীদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। উপহার দিয়েছেন কালজয়ী সব গান।

KIFF 31 startes from Thursday

কী বললেন শত্রুঘ্ন সিনহা: অন্যদিকে বলিউডের ইন্ডাস্ট্রি কাঁপানো অভিনেতা শত্রুঘ্ন সিনহা বর্তমানে বাংলার রাজনীতির সঙ্গেও জড়িয়ে গিয়েছেন ওতপ্রোতভাবে। আসানসোলের তৃণমূল সাংসদ হয়েছেন তিনি। পুরস্কার পেয়ে আপ্লুত শত্রুঘ্ন বলেন, পুরস্কার (KIFF) পেয়ে তিনি অবাক হয়ে গিয়েছেন। এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। এই পূরস্কার পেয়ে তিনি আপ্লুত।

আরও পড়ুন : সময় বাঁচবে প্রায় ৩ ঘন্টা! নতুন চারটি রুটে ছুটবে বন্দে ভারত, প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন

তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান: বৃহস্পতিবার শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় শত্রুঘ্ন সিনহার হাত ধরে। প্রদীপ জ্বালান সৌরভ গঙ্গোপাধ্যায়। KIFF (KIFF) এর উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন শোলে খ্যাত পরিচালক রমেশ সিপ্পি, আদুর গোপালকৃষ্ণন, সুজয় ঘোষ প্রমুখেরা। এবছরের উদ্বোধনী ছবি হতে চলেছে উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’। পাশাপাশি ‘শোলে’ ছবির ৫০ বছর পূর্তিও উদযাপন করা হবে বলে খবর।

আরও পড়ুন : তিন বছর পেরিয়েও TRP টপার, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ‘জগদ্ধাত্রী’ বন্ধ করছে জি বাংলা?

আরও জানা যাচ্ছে, শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, সন্তোষ দত্ত, গুরু দত্তকে। পাশাপাশি বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, অরুণ রায়, ডেভিড লিঞ্চ, রাজা মিত্রদের। মোট ১৮২৭ টি ছবি এবার জমা পড়েছিল বলে খবর। তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে ৩৯ টি দেশের মোট ২১৫ টি ছবি। এর মধ্যে থাকছে ১৮৫ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি, ৩০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু তথ্যচিত্রও। মোট ১৮ টি ভারতীয় ভাষার ছবি চলচ্চিত্র উৎসবে (KIFF) দেখানো হবে বলে খবর।