পদে পদে চমক, উত্তম-সুচিত্রার ছবি দিয়ে উদ্বোধন, ৩১ তম KIFF এর অতিথি তালিকায় চাঁদের হাট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম পার্বণ বলা যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকেও (KIFF)। প্রতি বছর এই চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন শহরের সিনেপ্রেমীরা। অবশেষে ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩১ তম চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ঘোষণা

এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। ট্যাগলাইন ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। সঙ্গে থাকছে একগুচ্ছ চমক। প্রতি বছরের মতো এবছরও উদ্বোধনী অনুষ্ঠানে (KIFF) থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য প্রদর্শন। এবছরের উদ্বোধনী ছবি হতে চলেছে উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’। পাশাপাশি ‘শোলে’ ছবির ৫০ বছর পূর্তিও উদযাপন করা হবে বলে খবর।

KIFF starting date revealed today

কী কী অনুষ্ঠান থাকছে: আরও জানা যাচ্ছে, শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, সন্তোষ দত্ত, গুরু দত্তকে। পাশাপাশি বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, অরুণ রায়, ডেভিড লিঞ্চ, রাজা মিত্রদের। শোনা যাচ্ছে, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (KIFF) বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে শর্মিলা ঠাকুর, রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহার মতো তারকাদের।

আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে ‘মন্থা’, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তড়িঘড়ি বদল একগুচ্ছ ট্রেনের টাইম টেবিল

কতগুলি ছবি দেখানো হবে: মোট ১৮২৭ টি ছবি এবার জমা পড়েছিল বলে খবর। তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে ৩৯ টি দেশের মোট ২১৫ টি ছবি। এর মধ্যে থাকছে ১৮৫ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি, ৩০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু তথ্যচিত্রও। মোট ১৮ টি ভারতীয় ভাষার ছবি চলচ্চিত্র উৎসবে (KIFF) দেখানো হবে বলে খবর।

আরও পড়ুন : ‘বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী’ প্রতিমা গড়েই বিপত্তি, সপ্তমীতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মণ্ডপ! আহত দর্শনার্থীরা

এদিন নন্দনের বৈঠকে ছিলেন ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিকরা। এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঞ্চালনার দায়িত্বে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। তবে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের এবছর দেখা যাবে কিনা তা জানা যায়নি।