পড়েছে পাঁচটা সেলাই! ছুরির আঘাত সামলে হিন্দি গানে ঠোঁট মিলিয়ে ভিডিও বানালেন কিলি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুদূর তানজানিয়ার দুই যুবক যুবতী হিন্দি গানে শুধুমাত্র লিপ সিঙ্ক করেই ভাইরাল হয়ে গেলেন। সোশ‍্যাল মিডিয়া না থাকলে এমন সম্ভব হত কি? কিলি পল (Kili Paul) ও নিমা পলের জনপ্রিয়তা এখন গোটা ভারত জুড়ে। বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে রয়েছে তাদের ভক্ত। এহেন কিলির উপরে আচমকা হামলার খবর চিন্তায় ফেলে দিয়েছিল তাঁর অনুরাগীদের।

হঠাৎ করেই খবর আসে গুরুতর আহত হয়েছেন কিলি। পাঁচ ব‍্যক্তি ছুরি আর লাঠি নিয়ে তাঁর উপরে হামলা করে। ছুরি দিয়ে কোপানোর পর লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় তাঁকে। তবে সৌভাগ‍্যবশত কোনো রকমে দুষ্কৃতীদের হাত বাঁচিয়ে পালিয়ে আসতে পারেন কিলি।


সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, পাঁচজন ব‍্যক্তি তাঁর উপরে হামলা চালিয়েছিল। আত্মরক্ষা করতে গিয়ে তাঁর ডান হাতের বুড়ো আঙুল জখম হয়। পাঁচটা সেলাই পড়েছে তাঁর। লাঠি দিয়েও মারা হয়েছে তাঁকে‌। তবে ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরতে পেরেছেন কিলি।

ভয়াবহ ঘটনার পর একদিন পরেই আবার ইনস্টাগ্রামে ফিরে এসেছেন তিনি। লিপ সিঙ্কের ভিডিও শেয়ার করছেন। সম্প্রতি বোন নিমা পলের সঙ্গে ‘হাম তুমপে মরতে হ‍্যায়’ গানে ঠোঁট মিলিয়েছেন কিলি। সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘প্রার্থনার জন‍্য ধন‍্যবাদ‌। আমি সুস্থ হয়ে উঠছি।’

https://www.instagram.com/reel/CdDwiZrtYH0/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে তানজানিয়ার ভারতীয় হাই কমিশন (Indian High Commission) থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছিল কিলি পলকে। ভারতীয় হাই কমিশনের তরফে কয়েকটি ছবি শেয়ার করা হয়, যেখানে ফুলের বোকে দিয়ে সম্মানিত করা হয় কিলি পলকে।

শুধু তাই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিলি নিমার থেকেই অনুপ্রেরণা নিতে বলেছিলেন ভারতের তরুণ প্রজন্মকে। ‘মন কি বাত’ অনুষ্ঠানে কিলি ও নিমার প্রশংসা করে মোদী বলেছিলেন, ভারতীয় সংষ্কৃতির প্রতি তানজানিয়া বাসী ভাই বোন জুটির প্রেম দেখে তিনি আনন্দিত।

ভারতের প্রজাতন্ত্র দিবসে জাতীয় সঙ্গীতের সঙ্গে যেভাবে তাঁরা ঠোঁট মিলিয়ে সম্মান জানিয়েছিলেন তাতে মুগ্ধ প্রধানমন্ত্রী। এমনকি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর তাঁকেও শ্রদ্ধা জানিয়ে ভিডিও বানিয়েছিলেন কিলি নিমা।

সম্পর্কিত খবর

X