ডুয়ার্সে ওটা কী! জনবসতি এলাকা থেকে উদ্ধার দৈত্যাকার ‘কিং কোবরা”, তুমুল আতঙ্ক গোটা এলাকায়

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে সাপ। ফের এমনই একটি ঘটনা ঘটল ডুয়ার্সের (Dooars) মঙ্গলবাড়ী বস্তি এলাকার কাস্তুপাড়া অঞ্চলে। জানা গেছে বিশাল আকৃতির এই কিং কোবরাটির (King Cobra) দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। প্রথমে একটি কালভার্টের নিচে এই সাপটিকে লক্ষ্য করা যায়।

এরপর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সাপটিকে উদ্ধার করতে ছুটে আসেন সর্প প্রেমী দিবস রাই। তিনি এসে লেগে পড়েন সাপটির উদ্ধারকার্যে। দিবস বাবুর সাথে ছিলেন তার দু-একজন সঙ্গী-সাথী। তাদের মিলিত প্রচেষ্টায় অবশেষে উদ্ধার করা হয় কিং কোবরা সাপটিকে।

আরোও পড়ুন : নতুন বাইক-গাড়ি কেনার সময় কেন দেওয়া হয় দুটি চাবি? কারণ জানলে বাঁচাতে পারবেন বিপুল টাকা

এই উদ্ধারকার্য দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তারা তাদের মোবাইল ফোনে সংগ্রহ করেন সেই সাপ ধরার মুহূর্ত। এত বিশাল আকারের কিং কোবরা ধরা পড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের এই অঞ্চলে। এই এলাকায় এর আগেও বহুবার এই ধরনের সাপ উদ্ধার হয়েছে।

আরোও পড়ুন : টলিপাড়া এখন অতীত, এবার মহাকাশের ‘তারা’ হবেন শ্রাবন্তী! আসল ব্যপারটা ঠিক কী ?

যিনি এই কিং কোবরা সাপটিকে উদ্ধার করেছেন সেই দিবস রাই জানিয়েছেন, “আমরা আজ কিং কোবরা, শঙ্খচুর বলা হয় যাকে,সেই সাপ উদ্ধার করলাম। সাপটি প্রায় ১২ ফুট লম্বা। এই সাপটিকে আমরা হস্তান্তরিত করব গরুমারা নর্থ রেঞ্জে। এবার সেখানকার কর্তৃপক্ষ ঠিক করবে সাপটি কোথায় ছাড়া হবে।”

img 20230822 14232900

কিন্তু কেন এভাবে বারবার লোকালয়ে চলে আসছে সাপ? এ প্রশ্নের উত্তরে দিবস রাই জানিয়েছেন, পরিবর্তন হচ্ছে প্রকৃতির। কমে আসছে জঙ্গল। তাই উপযুক্ত বাসস্থান ও খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা ঢুকে পড়ছে লোকালয়ে। পরিবেশ দূষণ এর পিছনের অন্যতম বড় কারণ। তবে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মনে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর