২০ জন সেবিকা নিয়ে ৫ স্টার হোটেলে আইসলেশেনে গেলেন থাইল্যান্ডের রাজা, খোঁজ নেই ৪ স্ত্রীর

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে

সেলফ আইসোলশনে গেলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। আর তার এই ‘আইসোলশন’ পর্বে তিনি সঙ্গে নিলেন ২০ জন মহিলা হারেম বা ‘বিশেষ সেবিকা’। যা দেখে রীতিমতো অবাক গোটা দুনিয়া। দেশের খারাপ পরিস্থিতি আর দেশের রাজা এখন নিজেকে একান্তে বিলাসিতার মধ্যে ডুবিয়ে রেখেছেন।

IMG 20200330 WA0008

চারজন রানী তার সাথে এই হোটেলে আইসোলেশনে আছে কিনা সেটা যদিও এখনো জানা যায়নি। আর একা নয় তার সাথে আছে অনেক সেবিকা এবং কাজের লোক। আর তিনি রয়েছেন জার্মানির একটি বিলাসবহুল হোটেলে।

গার্মিশ পার্টেনকির্চেনের আস্ত গ্র্যান্ড হোটেল সোনেনবিচলটাই বুক করে নিয়েছেন নিজের জন্য। থাইল্যান্ড এই মুহূর্তে কোরোনায় আক্রান্ত প্রায় দেড় হাজার। আর এই নিয়ে তিনি যথেষ্ট নিন্দার শিকারও হয়েছেন।

সম্পর্কিত খবর