বাংলা হান্ট ডেস্কঃ ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সঙ্গীতা সরেন ফুটবল ছেড়ে অভাবের তাড়নায় ইট ভাটায় কাজ করছেন। শনিবারই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্য করার কথা জানিয়ে ছিলেন। তবে এবার সঙ্গীতার সাহায্য করার জন্য এগিয়ে এলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও।
ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন এই সঙ্গীত। তার দুর্দান্ত পারফরম্যান্সে তিনি মন জয় করে নিয়েছিলেন ভারতীয় ফুটবল প্রেমীদের। থাইল্যান্ড ও ভুটানেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় সিনিয়র দলে ডাক পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। তবে এরই মধ্যে এসে হাজির হয় করোনা অতিমারি। যার কারণে সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। কঠিন সময়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতে ইট ভাটায় কাজ করতে শুরু করেন প্রতিভায় ভরপুর এই মহিলা ফুটবলার।
I've been informed about footballer Sangeeta Soren, who has represented India in international competitions, and is in a financial crisis in this pandemic. My office has contacted her & financial help will be extended soon. Ensuring a dignified life for athletes is our priority. https://t.co/ldT0i7GxuX
— Kiren Rijiju (@KirenRijiju) May 23, 2021
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে জানিয়েছেন, ” আমি জানতে পেরেছি সঙ্গীতার কথা। ও অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের মধ্যে রয়েছে ও। ইতিমধ্যেই আমার দফতরের তরফ থেকে সঙ্গীতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমস্ত রকম আর্থিক সহায়তা করা হবে সঙ্গীতাকে। আমাদের লক্ষ্য প্রত্যেকটি খেলোয়াড় যাতে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে।”