বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে (tmc) যোগ দিলেন প্রাক্তন বিজেপি (bjp) সাংসদ তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ (Kirti Azad)। রাজধানীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর উপস্থিতিতে সবুজ শিবিরে নাম লেখালেন এই প্রাক্তন ক্রিকেটার।
তৃণমূলে যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, ‘রাজনীতি থেকে যতদিন না অবসর নিচ্ছি, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে কাজ করে যাব। তাঁর মতাদর্শেই করে যাব। আমাকে তৃণমূলের সদস্য করায়, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। কোনও জাতি নেই, কোনও ধর্ম নেই আমার। দেশকে যারা ভাঙতে চাইবে, তাঁদের রুখে দেব’।
Cricketer-turned-politician, Shri @KirtiAzaad joined our Trinamool Congress family today, in the presence of our Chairperson @MamataOfficial and our National General Secretary @abhishekaitc.
We welcome him warmly and look forward to working together in this new journey! pic.twitter.com/89CWO3yCRW
— All India Trinamool Congress (@AITCofficial) November 23, 2021
প্রসঙ্গত, ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন কীর্তি আজাদ। ২০১৪ সালে বিজেপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এরপর অরুণ জেটলির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করার জন্য ২০১৫ সালের ২৩ শে ডিসেম্বর তাঁকে বিজেপি থেকে বহিস্কার করা হয়।
এরপর বিজেপি থেকে বহিস্কৃত হয়ে ২০১৮ সালে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপি ঘুরে কংগ্রেস পেরিয়ে এবার তৃণমূলে নাম লেখালেন কীর্তি আজাদ। আর তাঁর এই যোগদানের দলেই ধারণা করা হচ্ছে, একদিকে গোয়ায় যেমন লিয়েন্ডার পেজ সবুজ শিবিরে নাম লেখাতে সেখানে কিছুটা মাটি শক্ত হয়েছে তৃণমূলের, তেমনই কীর্তি আজাদের কারণেও রাজধানীতে জোর পেতে চলেছে মমতা বাহিনী। মঙ্গলবার দিল্লীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি।