বাংলাহান্ট ডেস্ক: ফিল্ম জগৎ বিস্ময় আর চমকে ভরা। বলিউড, টলিউড সহ নানান আঞ্চলিক ইন্ডাস্ট্রি মিলিয়ে সুবিশাল এই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে কতই অদ্ভূত ঘটনা, কাহিনি শোনা যায়। যেমন কিষন শ্রীকান্তের (Kishan Srikanth) কাহিনি। মাত্র নয় বছর বয়সেই একটি গোটা ছবি পরিচালনা করে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন তিনি। ছবিটি জাতীয় পুরস্কার পর্যন্ত জিতেছিল!
কিষণ যখন ছবিটির পরিচালনা করেছিলেন তখন তাঁর বয়স মোটে ৯। ওই বয়সে বাইরের জগতের সম্পর্কে বেশিরভাগ শিশুদের কোনো ধারনাই তৈরি হয় না। পড়াশোনা আর খেলাধূলা নিয়েই শৈশব কাটে। সেই বয়সে কার্যত অসম্ভবকে সম্ভব করেছিলেন কিষণ।
নয় বছর বয়সী এক কিশোরের কাছে ছবি পরিচালনাটাই একটা বড় ব্যাপার। সেখানে নিজেই ক্যামেরার দায়িত্ব নিয়েছিলেন কিষণ। সমস্ত শট, অ্যাঙ্গেল নির্বাচন করা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের নির্দেশও দিয়েছিলেন তিনি। ছবির নাম ছিল ‘কেয়ার অফ ফুটপাত’ (C/o Footpath)।
ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লার মতো অভিনেতারা। মাত্র নয় বছরের এক কিশোরের পরিচালনায় অভিনয় করতে রাজি হয়েছিলেন তাঁরা। কিন্তু কেন? পরবর্তীকালে এক সাক্ষাৎকারে জ্যাকি বলেছিলেন, কিষণ শ্রীকান্ত একজন ‘জিনিয়াস’। নয় বছর বয়সে তাঁর কাজের ধরণ দেখে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন জ্যাকি।
তিনি আরো বলেছিলেন, একটা শট নেওয়ার সময়েই পরের শটের কথা ভাবতেন নয় বছরের পরিচালক। কীভাবে সেই শটগুলো নেওয়া হবে, অভিনেতাদের কাছে তিনি কী চান সবটাই তাঁর কাছে খুব স্পষ্ট ছিল। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি। মোট ১০০ দিন ধরে প্রেক্ষাগৃহে চলেছিল ছবিটি।
তবে কিষণের বিশ্ব রেকর্ড পরবর্তীকালে ভেঙে দেন নেপালি পরিচালক সওগাত বিসতা। মাত্র ৭ বছর বয়সেই ‘লভ ইউ বাবা’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। অন্যদিকে কিষণ শ্রীকান্ত এখন ২৬ বছরের একজন সুদর্শন যুবক। ২৪ টি ছবি সহ একাধিক টিভি শো পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও। ফোর্বসের তালিকায় নামও রয়েছে তাঁর।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা