বাংলা হান্ট ডেস্ক: আপনারও কি রান্নাঘরে আরশোলার উপদ্রব বেড়ে গেছে। যার ফলে বেড়েছে স্বাস্থ্যের ঝুঁকি। বিশেষ করে ছোট ছোট আরশোলা ঢুকে বসে থাকে রান্নাঘরের বিভিন্ন জায়গায়। তবে এই সমস্ত আরশোলার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি ব্যবহার করছেন বাইরের থেকে কিনে নিয়ে আসা নানান ধরনের প্রোডাক্ট। কিন্তু সেই গুলো ব্যবহার করে আপনি আশানুরূপ ফল পান না। তবে ঘরোয়া এই উপকরণ গুলো ব্যবহার করে আপনি পেতে পারেন আরশোলার উপদ্রোপ থেকে মুক্তি (Kitchen Cleaning)। জানুন সেই ঘরোয়া টোটকা গুলোর সমন্ধে।
আরশোলে সমস্যা! চিন্তা নেই এই ঘরোয়া উপায়ে পাবেন মুক্তি (Kitchen Cleaning)
১) বেকিং সোডা ও চিনি: আরশোলার উপদ্রোপ থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা ও চিনি। এর জন্য একটি পাত্রে সমপরিমাণ বেকিং সোডা ও চিনির একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ওই মিশ্রণটি আরশোলা যে সমস্ত জায়গায় দেখা যায়, সেখানে ছড়িয়ে দিন। আর এই মিশ্রণটি আরশোলার জম। এটি খেলে আরশোলার শরীরে গ্যাস তৈরি করে, যার ফলে আরশোলা মরে যায় (Kitchen Cleaning)।

আরও পড়ুন: ঘনঘন ঠান্ডা-কাশি? রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে প্রতিদিন খান এই ৬ ফল, পুষ্টিবিদদের মতামত
২) বোরিক পাউডার: আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন বোরিক পাউডার। এর জন্য ময়দা অথবা চিনির মধ্যে এই বোরিক অ্যাসিড ভাল করে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট বল তৈরি করুন ওই মিশ্রণ গুলো দিয়ে। তবে এই মিশ্রণটি আপনার বাড়ির ছোট শিশু বা পোষ্যদের থেকে দূরে রাখবেন।
৩) তেজপাতা: আরশোলা তাড়াতে তেজপাতা ভূমিকা অনস্বীকার্য। কারণ তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। এর জন্য কয়েকটা তেজপাতা ভালোভাবে গুঁড়ো করে নিন। এরপর যে সমস্ত স্থানে আরশোলার উপদ্রব বেশি সেখানে সেই গুঁড়ো গুলো ছড়িয়ে দিন। দেখবেন কিছুদিন পর হাতেনাতে এর উপকার পাবেন।
৪) নিম তেল: বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিম তেল। এর জন্য একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিম তেল মিশিয়ে নিন। এরপর ঘরের কোনায় ও বেসিনের সিঙ্কে, পাশাপাশি রান্নাঘরে রাত্রেবেলা স্প্রে করে রাখুন। সকালবেলা উঠে দেখবেন আরশোলা গুলো মরে রয়েছে ঘরের আনাচে কানাচেতে (Kitchen Cleaning)।












