রান্নাঘরের পুরনো তেল-ময়লার দাগ কি তুলতে পারছেন না? এই ট্রিকেই সহজে করুন ক্লিন

Published on:

Published on:

Kitchen Cleaning sparkling tiles in one wash home remedies will provide the solution
Follow

বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘরে তেলচিটে দাগ হবে এটা স্বাভাবিক বিষয়। বিশেষ করে ভাজা বুঝে করার সময় রান্নাঘরের দেওয়ালে তেল ছিটে যায়। যার ফলে রান্নাঘর তেল চিপে হয়ে যায় খুব সহজে। এবার এই দাগ তোলা এক এক সময় কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু আজকে প্রতিবেদনে রইলো সেই সব তেলচিটে দাগ আপনি কিভাবে সহজেই তুলতে পারবেন(Kitchen Cleaning)।

এক ধোয়ায় ঝকঝকে টাইলস! ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান (Kitchen Cleaning)

রান্নাঘরে যে শুধুমাত্র রান্না করে বেরিয়ে যাওয়া যায় তা নয়। রান্না করতে গিয়ে অনেক সময় গোটা রান্নাঘরটি অপরিষ্কার হয়ে যায়। বিভিন্ন জায়গায় হলুদের দাগ অথবা তেলের ছোপ লেগে যায়। তাই এইসব তেল-মশলার দাগ তুলতে গিয়ে আপনাকে নাস্তানাবুদ হতে হয়। তবে ঘরে থাকা এই কয়েকটি জিনিস দিয়ে আপনি রান্না ঘরের এই তেলচিটে দাগগুলিকে সহজেই তুলে ফেলতে পারবে। দেখে নিন সেই সমস্ত ঘরোয়া টোটকা গুলো (Kitchen Cleaning)।

Kitchen Cleaning sparkling tiles in one wash home remedies will provide the solution

আরও পড়ুন: হজমে সমস্যা? খালি পেটে খেজুরই কি সেরা সমাধান? জানুন পুষ্টিবিদদের মতামত

বেকিং সোডা: রান্নাঘরের দেয়াল থেকে তেল মশলার জেদি দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে অল্প একটু জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এরপর সেটি দেয়ালের মধ্যে লাগান। তারপর হালকা হাতে ঘষে নিলেই দেয়ালের সমস্ত যদি দাগ উঠে যাবে।

কর্ণফ্লাওয়ার: বেকিং সোডার মতনই অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে আপনি রান্নাঘরের দাগ ছোপ তুলে ফেলতে পারেন। এর জন্য একটি পাত্রে সামান্য জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার ভালো ভাবে গুলে নিন। এরপর সেটি তেলশিটে জায়গায় ভালোভাবে লাগিয়ে ক্রাবার দিয়ে ভালোভাবে ঘষলেই সেই সমস্ত দাগ উঠে যাবে।

ভিনিগার: রান্নাঘরে দেয়ালের তেলচিটে দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন ভিনিগার। কয়েক মিনিটের মধ্যেই সেই সমস্ত জেদি দাগ উঠে যাবে। পাশাপাশি রান্নাঘরের থেকে দুর্গন্ধ দূর হবে। সেজন্য একটি পাত্রে ভিনিগার ও জল সমপরিমাণ নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর একটি স্পঞ্জ বা কাপড় ডুবিয়ে দাগের ওপরে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে লাগিয়ে রেখে দিন। এরপর শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই সেই সমস্ত দাগ উঠে যায় (Kitchen Cleaning)।