বাংলা হান্ট ডেস্ক: বর্ষা পড়তে না পড়তে রান্নাঘরে চালের কৌটোয় দেখা দিয়েছে পোকা। আর এই সমস্যা দীর্ঘদিনের। শুধুমাত্র যে চালের কৌটো বা চালের গুড়িতে এই পোকা দেখা যায় তা কিন্তু নয়। সকল পোকা চান হোক কিংবা ডাল সবকিছুর মধ্যেই দেখা যায়। আপনি শক্তভাবে ঢাকনা আটকে রাখলেও এই পোকা গুলি চাল অথবা ডাল তার মধ্যে ঢুকে পড়েছে। আর এই সমস্যায় নাজেহাল হচ্ছে গৃহস্থলীর মানুষজন।কিছু নিয়ম মানলে এই পোকাগুলির হাত থেকে সহজে নিরাময় পাওয়া সম্ভব হয় (Kitchen Hacks)।
চালের কৌটোতে পোকা,তাড়ানোর উপায় কী? (Kitchen Hacks)
এই পোকাগুলোর উপদ্রূপ এর মূল কারণ হল আদ্র উষ্ণ আবহাওয়া (Monsoon Season)। এমন পরিবেশেই পোকার ডিম থেকে পোকা গুলোর বংশবিস্তার হয়। পাশাপাশি নষ্ট হয় চাল (Rice) -ডাল। তবে কিছু নিয়ম মানলে এই পোকাগুলির হাত থেকে সহজে নিরাময় পাওয়া সম্ভব হয় (Kitchen Hacks)। আজ শেয়ার করব কীভাবে এই পোকাগুলোর উপদ্রূপ থেকে রক্ষা পাবেন (Kitchen Hacks)।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
১) চাল (Rice) সবসময় মুখবন্ধ পাত্রে রাখা উচিত। তবে প্লাস্টিকের কন্টেইনারে চাল না রেখে বড় স্টিলের ড্রামে চাল রাখা উচিত। এতে চাল ভালো থাকবে পাশাপাশি চালে পোকা ধরবে না।
২) চালের কৌটোয় করেক কোয়া শুকনো রসুন রাখুন। এর ফলে চলে পোকা ধরবেনা।
৩) চালের ড্রাম তেজপাতা বা লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গের ঝাঁঝালো গন্ধে চালের ড্রামের পোকা দূর হবে।
৪) চালের ড্রামে পোকা তাড়ানো সবথেকে ভালো উপায় রোদে চাল রাখা। কিন্তু বর্ষাকালেই সেই সুযোগ থাকে না। তাই শুকনো কাপড়ের মধ্যে হলুদ বা শুকনো গোটা হলুদ বেঁধে রাখতে পারেন (Kitchen Hacks)।
৫) এছাড়াও চালের গ্রামে রাখতে পারেন শুকনো লঙ্কাও। লঙ্কার ঝাঁঝালো গন্ধে চালের পাত্রে পোকা ধরবেনা।