কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিলামে দলে নিলো গতবারের IPL বিজয়ী গুজরাট টাইটান্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের প্রথম বিডেই চমক। দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দরকবাদের পরিবারের অংশ থাকা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে গত মরশুমের পর ছেড়ে দিয়েছিল এসআরএইচ ম্যানেজমেন্ট। আজ আইপিএলের মিনি অকশনের অংশ হয়েছিলেন তিনি। বেস প্রাইসেই অর্থাৎ ২ কোটি টাকাতেই তাকে ঘরে তুলেছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। নিজের সানরাইজার্সের পুরনো সতীর্থ ঋদ্ধিমান সাহার সাথে ব্যাটিং করতে দেখা যাবে তাকে।

এবারের আইপিএলের গতবারের নিলামের আগে নাম প্রত্যাহার করে নেওয়া একাধিক ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও। তার বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো বেন স্টোকস, স্যাম ক্যারনও রয়েছেন এই তালিকায়।

সবচেয়ে মজার ব্যাপার হলো এই তালিকায় থাকা ২৮২ জন ক্রিকেটারই এখনো আন্তর্জাতিক জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। আইপিএল গভর্নিং বডি আশঙ্কা করছে যে ৪০৫ জনের তালিকা প্রস্তুত করা হলেও এর মধ্যে থেকে বিক্রি হতে পারে মাত্র ৮৭ জন ক্রিকেটার।

অ্যাসোসিয়েট ক্রিকেট খেলিয়ে দেশগুলোর থেকেও বেশ কিছু তারকা ক্রিকেটার এইবারের নিলামের নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। জিম্বাবোয়ের সিকান্দার রাজা, নেদারল্যান্ডসের পল ভ্যান ম্যাকরেন, এদের মধ্যে অন্যতম। তবে এইবার সবচেয়ে বেশি ইংল্যান্ডের ক্রিকেটার এই নিলামের জন্য নিজেদের উপলব্ধ জানিয়েছেন। মোট ২৭ জন ব্রিটিশ ক্রিকেটারের নাম এবারের নিলামে উঠবে। বাংলাদেশ থেকে নাম জমা দিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেইনরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর