বাংলাহান্ট ডেস্ক : একেবারে মুখের উপর জবাব। সদ্য সমাপ্ত আইসিসি টি২০ বিশ্বকাপ (ICC T20 WC) থেকে সেমিফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে হেরে বিদায় নেয় ভারত। ভারতবাসীর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে কটাক্ষ করে খোলা চিঠি লেখেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই চিঠির সঠিক জবাব দিলেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক ল্যাফ্টেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিংহ ধিলোঁ।
গতকাল ছিল ইংল্যান্ড বনাম পাকিস্তান টি২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘১৫২/০ বনাম ১৭০/০’। গত টি২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয়। আর চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নেয় ভারত। সেই ঘটনাকেই কটাক্ষ করেন শাহবাজ শরিফ। কিন্তু রবিবার সেই ফাইনাল ম্যাচ হেরে যায় পাকিস্তান। আর তারপরই ভারতীয় সেনার প্রাক্তন এই কর্তা টুইট করে লেখেন ‘৯৩০০০/০, এখনও অপরাজিত। জয় হিন্দ!’ এই ছোট্ট একটি বাক্য পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শাহবাজ শরিফ তথা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন ওই সেনাকর্তা, এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
কিন্তু কেএস ধিলোঁ কী এমন লিখতে চেয়েছেন ওই বাক্যে? এটা বুঝতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৫০ বছর আগে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি তার ৯৩০০০ সৈন্যসহ ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বিজয় দিবস বাংলাদেশে ‘বিজয় দিবস’ বা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবেও পালিত হয়, যা পাকিস্তান থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতাকে চিহ্নিত করে। এর ফলে ভারতের সহায়তায় পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সূচণা ঘটে।
এই ঘটনাকেই সামনে এনে পাকিস্তানকে জবাব দিলেন প্রাক্তন সেনা কর্তা। তিনি বোঝাতে চাইলেন খেলার ময়দানে ভারতে পাকিস্তান হারালেও যুদ্ধক্ষেত্রে ভারত অপরাজিত। শাহবাজ শরিফের ওই মন্তব্যের সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও। তিনি লেখেন, ‘ এটাই আপনাদের সঙ্গে আমাদের তফাৎ। আপনাদের খুশি হতে গেলে প্রতিবেশি রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হয়।’