বাংলাহান্ট ডেস্ক: চলে গেলেন কেকে (KK)। সঙ্গে নিয়ে গেলেন বলিউডের এক প্রজন্ম জুড়ে থাকা স্মৃতি, অনবদ্য সব গান। কলকাতার বুকেই চিরতরে চোখ বুজলেন গায়ক। রেখে গেলেন স্ত্রী, পুত্র সহ ভরা সংসার আর অগুন্তি গুণমুগ্ধদের। পেছনে আর কী ফেলে গেলেন সুরের বাদশা?
মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানেই অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে। অসুস্থতা বাড়ে হোটেলে গিয়ে। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। পরপর বিভিন্ন কলেজের ফেস্টে পারফর্ম করছিলেন গায়ক। কেউ ভাবতেও পারেননি ওটাই তাঁর শেষ পারফরম্যান্স হবে।
লাইভ অনুষ্ঠান কম করেননি কেকে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের জন্য ছুটে ছুটে যেতেন বিভিন্ন রাজ্যে। কিন্তু এক একটি অনুষ্ঠানের কত পারিশ্রমিক নিতেন গায়ক? বলিউডের অন্যতম নামজাদা তারকা তিনি। তাঁর পারিশ্রমিক কত হতে পারে তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে অনুরাগীদের মনে।
সূত্রের খবর মানলে, এক একটি লাইভ অনুষ্ঠানের জন্য প্রায় ১০-১৫ লক্ষ টাকা নিতেন কেকে। আগের তুলনায় সিনেমায় প্লেব্যাক অনেক কমিয়ে দিলেও সম্পূর্ণ বন্ধ করেননি। এক একটি গান রেকর্ডের জন্য কেকের পারিশ্রমিক ছিল আনুমানিক ৬-৭ লক্ষ টাকা।
কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য সমস্ত সুযোগ সুবিধা করে গিয়েছেন কেকে। ভারসোভাতে বিলাসবহুল বসতবাড়ি রয়েছে তাঁর। বিশেষ করে গাড়ির খুব শখ ছিল কেকের। তাই বিভিন্ন মডেলের দামী গাড়ি দিয়ে সাজিয়েছিলেন গ্যারাজ।
অডি আরএস৫, জিপ চেরোকে, মার্সিডিজ এর মতো গাড়ি ছিল কেকের। একটি প্রতিবেদন থেকে জানা যায়, কেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬২ কোটি টাকা। প্রতিদিন ২ লক্ষ টাকার উপরে রোজগার করতেন তিনি। নিজে পরিশ্রম করে স্ত্রী সন্তানের জন্য অঢেল সুখ রেখে গেলেন কেকে।