মৃত স্বামীকে দেখেই হাউহাউ করে কেঁদে ফেলেন স্ত্রী কৃষ্ণা, রবীন্দ্র সদনে গান স‍্যালুটে শেষ শ্রদ্ধা কেকে-কে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিদায় কেকে (KK)। কলকাতায় এসে শেষ অনুষ্ঠান করলেন বলিউডের জনপ্রিয় গায়ক। শোয়ের মাঝেই অসুস্থ বোধ করছিলেন। হোটেলে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। বুধবার ময়নাতদন্তের পর রবীন্দ্র সদনে গান স‍্যালুটে বিদায় জানানো হয় কেকে কে।

গায়কের মৃত‍্যুর খবর পেয়েই তড়িঘড়ি কলকাতা ছুটে এসেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রবীন্দ্র কেকে কে সদনে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছিল। ময়না তদন্তের পর তাঁর কফিনবন্দি দেহ এসে পৌঁছায় সেখানে। স্বামীর মরদেহের সামনে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন স্ত্রী জ‍্যোতি কৃষ্ণা। কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। তাঁর কাঁধে হাত দিয়ে সামলাতে দেখা যায় মুখ‍্যমন্ত্রীকে।


ফুল দিয়ে কেকে কে শেষ শ্রদ্ধা জানান মুখ‍্যমন্ত্রী। ফুল দেন গায়কের স্ত্রী, পুত্র, ম‍্যানেজার। তারপর গান স‍্যালুট দিয়ে রাজ‍্যের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত গায়ককে। খুব কম সময়েই শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ করা হয়। কেকের শোকতপ্ত পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে।

আগে ঠিক হয়েছিল বিমানবন্দরে গান স‍্যালুট দেওয়া হবে কেকে কে। কিন্তু পরে মুখ‍্যমন্ত্রী বলেন, বাংলায় প্রয়াত শিল্পীদের রবীন্দ্র সদনেই শ্রদ্ধা জানানো হয়। আজ বিকেলেই কেকের মরদেহ নিয়ে মুম্বই উড়ে যাবে তাঁর পরিবার। সেখানেই হবে শেষকৃত‍্য।

মঙ্গলবার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ‍্যালয়ের অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন কেকে। কিন্তু গান মাঝপথে বন্ধ করে দেননি। এদিন অনুষ্ঠান চলার সময়েই অস্বস্তি বোধ করছিলেন কেকে। মঞ্চের উপরে দরদর করে ঘামছিলেন গায়ক। গরম লাগছিল বলে মঞ্চের কাছে দুটি স্পটলাইট নেভাতে বলেন।

শো শেষের পর গ্র‍্যান্ড হোটেলে ফিরে যান গায়ক। সেখানে পৌঁছেই আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেলকর্মীদের জানিয়েছিলেন অসুস্থতার কথা। নিজের রুমে গিয়ে লুটিয়ে পড়েছিলেন গায়ক। সঙ্গে সঙ্গে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছালে তাঁকে মৃত বলে ঘোষনা করা করেন জরুরি বিভাগের চিকিৎসকরা। মনে করা হচ্ছে, ম‍্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের জেরেই মৃত‍্যুমুখে পতিত হয়েছেন কেকে।

X