IPL প্লে অফের দরজা খোলা রাখলো KKR, উইলিয়ামসনদের ৫৪ রানের ব্যবধানে হারালেন শ্রেয়সরা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত জয় পেল নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে উইলিয়ামসনদের ৫৪ রানের ব্যবধানে উড়িয়ে দিলেন রাসেলরা। এই হারের ফলে সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গেল। ব্যাটে বলে আজ কলকাতা নাইট রাইডার্সের হিরো ছিলেন রাসেলই।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ভেক্টটেশ আইয়ার-কে হারায় কেকেআর। কিন্তু অজিঙ্কা রাহানে (২৮) ও নীতিশ রানা (২৬) পরিস্থিতি সামাল দেন। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শ্রেয়স আইয়ার ৯ বলে ১৫ রান করে ফিরে যান। তিনটি উইকেটই নেন সানরাইজার্স হায়দরাবাদের স্পিডস্টার উমরান মালিক।

এরপর স্যাম বিলিংস ইনিংসের হাল ধরেন। আজ রিঙ্কু সিং ব্যর্থ হলেও আন্দ্রে রাসেল হতাশ করেননি। ব্যাট হাতে ২৮ বলে ৪৯ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরে বল হাতেও ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা (৪৩) এবং এইডেন মার্করম (৩২) ছাড়া সকলে ব্যর্থ। ১২৩ রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। রাসেল ছাড়াও ২ উইকেট নিয়েছেন টিম সাউদি। একটি করে উইকেট পেয়েছেন নারায়ন, উমেশ ও বরুণ চক্রবর্তী।

সম্পর্কিত খবর

X