বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল 2020 করোনার ভাইরাসের জন্য ভারতের বদলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। তবে আরবের মাটিতে আইপিএল খুব একটা ভালো কাটেনি কলকাতা নাইট রাইডার্সের। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি কেকেআর। আইপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টে ছিল কেকেআর কিন্তু তাও সফলতা আসেনি। তাই এবার নতুন উদ্যমে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে তৃতীয় বারের জন্য ট্রফি জয়ের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে 11 ই এপ্রিল এবারের আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। হায়দ্রাবাদের প্রাপ্তন তারকা যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার আইপিএল জিতেছেন সেই সাকিব আল হাসানকে এবার দলে নিয়েছে কেকেআর।
𝗦𝗔𝗩𝗘 𝗧𝗛𝗘 𝗗𝗔𝗧𝗘 🗓️
The schedule for #IPL2021 is finally here! 🤩
We kickstart our campaign against @SunRisers on April 11 in Chennai ⏳#KKR #IPLFixtures #IPLSchedule pic.twitter.com/kh5d7WVovS
— KolkataKnightRiders (@KKRiders) March 7, 2021
এক নজরে দেখে নেয়া যাক আইপিএল 2021 এ কলকাতা নাইট রাইডার্স এর পূর্ণাঙ্গ সূচি:
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 11 ই এপ্রিল ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আইপিএলের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 18 ই এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স।
🚨 IPL Schedule is OUT, and we are back in India! 🇮🇳
All details inside ⤵️#IPL2021 #IPLFixtures #IPLSchedule #KKRhttps://t.co/tKxpj7Tu0v
— KolkataKnightRiders (@KKRiders) March 7, 2021
কলকাতা নাইট রাইডার্স এর পূর্ণাঙ্গ সূচি:-
21 শে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস।
24 শে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়েলস।
26 শে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস।
29 শে এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস।
3 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
8 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল।
10 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স।
12 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস।
15 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
18 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়েলস।
21 ই মে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ।
𝗦𝗔𝗩𝗘 𝗧𝗛𝗘 𝗗𝗔𝗧𝗘 🗓️
The schedule for #IPL2021 is finally here! 🤩
We kickstart our campaign against @SunRisers on April 11 in Chennai ⏳#KKR #IPLFixtures #IPLSchedule pic.twitter.com/kh5d7WVovS
— KolkataKnightRiders (@KKRiders) March 7, 2021