বরুণ-রাসেলের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আরসিবির ব্যাটিং, সহজ জয় পেল কলকাতা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে আইপিএলের প্রথম লেগে এবার যথেষ্ট ভালো শুরু করেছিল আরসিবি। সাত ম্যাচের পাঁচটি জিতে নিয়ে তালিকায় তৃতীয় স্থানেও ছিল তারা। আজ দ্বিতীয় পর্বে কোহলি ব্রিগেডের লড়াই ছিল মর্গ্যানদের সাথে। কলকাতার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাটই। কিন্তু সেই সিদ্ধান্তই কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয় ব্যাঙ্গালোরের জন্য।

ব্যাট হাতে আজ ফের একবার ব্যর্থ অধিনায়ক বিরাট। মাত্র পাঁচ রানের মাথাতেই এলবিডব্লিউ করে তাকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর উইকেটকিপার শ্রীকর ভারত এবং দেবদূত পাডিক্কালের মধ্যে ছোট একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু একবার ফার্গুসনের বলে ২২ রানে দেবদূত ফিরতেই কার্যত ভেঙে পড়ে ব্যাঙ্গালোর। আজ ফের একবার বল হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন রাসেল এবং বরুণ চক্রবর্তী। একদিকে যেমন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন বরুণ, তেমনি অন্যদিকে ডিভিলিয়ার্সকেও খাতা খুলতে দেননি রাসেল।

হাসারঙ্গা, জেমিনশন থেকে শুরু করে হর্শল প্যাটেল অবধি ক্রিজে আজ সকলেই ছিলেন ক্ষণিকের অতিথি। যার জেরে শেষ পর্যন্ত ১৯ তম ওভারে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। কলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল। এছাড়া দুটি উইকেট তুলে নেন লকি ফার্গুসনও। তবে আজ সবথেকে কৃপণ বোলিং করেছিলেন রাসেলই। তিন ওভারে মাত্র ৯ রান দিয়েই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে শিকার করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমেও আজ দুর্দান্ত শুরু করে কেকেআর। ছোট স্কোর চেজ করতে নেমে কোনরকম র‍্যাম্প শট খেলতে দেখা যায়নি শুভমান গিল কিম্বা তরুণ ভেঙ্কটেশ আইয়ারকে। মূলত পার্টনারশিপ গড়ে তোলার দিকেই আজ নজর ছিল এই দুই কেকেআর তারকার। তবে একই সঙ্গে রানের গতিও বজায় রেখেছিলেন তারা। যদিও শেষ পর্যন্ত চাহালের বলে হাফ ডজন বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৪৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন গিল, কিন্তু কেকেআর-এর জন্য জয় তখন ছিল মাত্র সময়ের অপেক্ষা। কারণ তার আগেই ভেঙ্কটেশের সাথে ৮২ রানের পার্টনারশিপ তৈরি করে ফেলেছিলেন গিল। যার জেরে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয় কেকেআর। মাত্র ২৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সুন্দর জয়ের মুহূর্ত উপহার দেন ভেঙ্কটেশ আইয়ার।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর