IPL-এর মাঝেই চরম বিপাকে KKR! ফিল সল্টের আগেই দেশে ফিরলেন এই তারকা ব্যাটার

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ প্রথম থেকেই ভালো পারফরম্যান্স প্রদর্শন করছে KKR (Kolkata Knight Riders)। তবে, কয়েকটি ম্যাচ হেরে গেলেও প্লে-অফের দৌড়ে অন্যদের তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে এই দল। যদিও, প্লে-অফের পর্বে পৌঁছনোর আগেই নকআউট পর্বেই বড়সড় চিন্তার সম্মুখীন হল নাইট শিবির। শুধু তাই নয়, IPL-এর মাঝপথেই দেশে ফিরে গেলেন নাইটদের তারকা বিদেশি ওপেনার।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন রহমনুল্লাহ গুরবাজ। এমতাবস্থায়, তিনি যদি প্লে-অফের আগেই KKR শিবিরে যোগ দিতে না পারেন সেক্ষেত্রে রীতিমতো বিপদে পড়বে কলকাতা। কারণ, দুর্দান্ত ফর্মে থাকা ফিল সল্ট খেলতে পারবেন না প্লে-অফে। কারণ, জাতীয় দলের সিরিজ থাকায় তাঁকেও ফিরে যেতে হবে দেশে।

KKR is in dire straits in the midst of the IPL.

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ফিল সল্ট সুযোগ পেয়ে গিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে। যদিও, তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। যার কারণে ইংল্যান্ড বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত সমস্ত ক্রিকেটারদের পাকিস্তান সিরিজ খেলতে হবে। এমতাবস্থায়, গুরবাজ যদি প্লে-অফের আগে কলকাতা শিবিরে যোগদান করতে না পারেন সেক্ষেত্রে ওপেনারের সমস্যায় ভুগতে পারে KKR।

আরও পড়ুন: ভারতে ঘুরে দাঁড়াতে টাটার পায়ে পড়ছে চিন! ফাঁস হল বেজিংয়ের প্ল্যান

কেন দেশে ফিরলেন গুরবাজ: এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে KKR। যদিও, ওই ম্যাচের আগে গুরবাজ দেশে ফিরে গিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মায়ের অসুস্থতার কারণে KKR-এর এই উইকেটকিপার-ব্যাটার আফগানিস্তানে ফিরে গিয়েছেন। জানা গিয়েছে, তাঁর মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর সেই কারণেই অসুস্থ মায়ের পাশে থাকতে চেয়ে গুরবাজ পাড়ি দিয়েছেন আফগানিস্তানে।

আরও পড়ুন: ঝড় তুলবে সবুজ-মেরুন! মুম্বাইয়ের কাছ থেকে মেলবোর্ন সিটির তারকাকে ছিনিয়ে নিল মোহনবাগান

যদিও এটাও জানা গিয়েছে যে, সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই আফগান তারকা ফিরে এসে KKR শিবিরে যুক্ত হবেন। তবে, কোনোভাবে যদি গুরবাজের ভারতে আসা পিছিয়ে যায় সেক্ষেত্রে চরম সমস্যায় পড়বে কলকাতা। কারণ, KKR প্লে-অফের পর্বে উঠলেও ফিল সল্ট না থাকায় তাঁর পরিবর্তন হিসেবে ওপেনিংয়ের ক্ষেত্রে গুরবাজই প্রাধান্য পেয়েছিলেন। পাশাপাশি, তাঁকে মাথায় রেখেই পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। তাই, আপাতত গুরবাজের প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে রয়েছে KKR।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর