২৬১ রান করেও লজ্জার হার KKR-এর! পাঞ্জাব ম্যাচে আসল “ভিলেন” কলকাতার এই ৩ খেলোয়াড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবারের IPL (Indian Premier League)-এ ঘটে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। এমনিতেই চলতি মরশুমে দলগুলি খুব সহজেই পেরিয়ে যাচ্ছে ২০০ রানের গণ্ডি। কিন্তু, কলকাতা-পাঞ্জাব ম্যাচে যা হল তা কার্যত গড়ে ফেলল নজির। পঞ্চাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হল কলকাতাকে। শুধু তাই নয়, এই নিয়ে এবারের IPL-এ দ্বিতীয় বার একটি ম্যাচে ২০০-র বেশি রান করেও হারতে হল KKR (Kolkata Knight Riders)-কে।

এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই কলকাতার এহেন পারফরম্যান্সের ভিত্তিতে উঠছে তুমুল আলোচনার ঝড়। শুধু তাই নয়, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে KKR-এর বোলারদেরও। আমরা যদি সামগ্রিক বিষয়টি বিবেচনা করে KKR-এর এই হারের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে ৩ জন বোলারের জন্যই গতকালকের ম্যাচ হাতছাড়া হয়েছে কলকাতার। চলুন, জেনে নিই কারা হলেন সেই ৩ বোলার?

KKR lost the Punjab match for these 3 players.

১. বরুণ চক্রবর্তী: একটা সময়ে এই স্পিনারের বল ব্যাটারদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালেও চলতি মরশুমে প্রতিটি ম্যাচেই বিপক্ষ দলকে প্রচুর রান দিয়ে ফেলছেন বরুণ চক্রবর্তী। শুধু তাই নয়, পাঞ্জাবের বিরুদ্ধে যেখানে দলের আরেক স্পিনার সুনীল নারিন ভালো বল করে ১ টি উইকেট তুলে নিলেন, সেখানে বরুণ মাত্র ৩ ওভারেই দিয়ে ফেললেন ৪৬ রান। এমতাবস্থায়, কলকাতার হারের পেছনে দায়ী হয়ে থাকলেন এই স্পিনার।

আরও পড়ুন: দাম মাত্র এত টাকা! ভারতের বাজারে জলের দরে 5G স্মার্টফোন আনছে Qualcomm

২. দুষ্মন্ত চামিরা: পাঞ্জাবের বিরুদ্ধে KKR দলে ছিলেন না মিচেল স্টার্ক। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছিলেন দুষ্মন্ত চামিরা। কিন্তু, প্রথম ওভারে তিনি মাত্র ৮ রান দিলেও পরের ২ টি ওভারে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, ওই ২ ওভারেই চামিরা দিয়ে ফেলেন ৪০ রান। কোনো উইকেটও হাসিল করতে পারেননি তিনি। এদিকে, দলের অন্যতম প্রধান পেসারের এহেন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই চাপে ফেলে দেয় KKR-কে।

আরও পড়ুন: “শরীফ, ভারতের সাথে বন্ধুত্ব করুন”, গর্জে উঠলেন পাকিস্তানের শিল্পপতি, মহাবিপদে জিন্নাহর দেশের

৩. হর্ষিত রানা: এবারের IPL-এ ভালো বল করছিলেন হর্ষিত রানা। কিন্তু, পাঞ্জাবের বিরুদ্ধে চলা ম্যাচে চামিরা খারাপ বল করায় অনেকটা দায়িত্ব বেড়ে যায় হর্ষিতের। কিন্তু, তিনিও ওই ম্যাচে দিশেহারা হয়ে পড়েন। এমতাবস্থায়, ৪ ওভারে ৬১ রান দিয়ে ফেলেন তিনি। ডেথ ওভারেও প্রচুর রান দিয়ে ফেলেন এই বোলার। পাশাপাশি, তিনিও পাননি কোনো উইকেট। আর এই কারণেই KKR-এর হারের পেছনে তাঁর পারফরম্যান্সও যথেষ্ট দায়ী।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X