এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সবথেকে বড় প্রভাব ফেলেছে ক্রিড়াক্ষেত্রে। করোনা ভাইরাসের প্রভাবে বাতিল হয়ে গিয়েছে একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়াও বাতিল হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা- ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজ। করোনার প্রভাবে 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। এবারের আইপিএল ছোটো করে করার চিন্তাভাবনা শুরু করেছেন বিসিসিআই। তবে এবার আইপিএল হলেও অজি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ অজি ক্রিকেটারদের আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একটি জরুরী কালীন বৈঠক করেন। সেই বৈঠকে ঘরোয়া শেফিল্ড শিল্ডের ফাইনাল বাতিল করে দেওয়া হয়েছে। তবে ঘরোয়া লিগ বাতিল করলেও আইপিএল খেলা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে। কিন্তু মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি নো-অবজেকশন সার্টিফিকেট না দেন তাহলে এবারের আইপিএলে অংশগ্রহণ করা হবেনা ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, প্যাট কমিন্সেদের।
সেক্ষেত্রে যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এবারের আইপিএলে না পাওয়া যায় তাহলে এবারের আইপিএলে বড় ক্ষতির মুখে পড়তে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলিকে। অপরদিকে এবারের আইপিএলে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার প্যাট কমিন্সকে 15 কোটিরও বেশি মূল্য দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এক্ষেত্রে যদি কমিন্সকে আইপিএলে না পাওয়া যায় তাহলে বড়সড় ধাক্কা পাবে কিং খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর।