নিলামের আগেই ক্রিস লিন, রবিন উথাপ্পা সহ মোট দশজন খেলোয়াড়কে ছেড়ে দিল কেকেআর।

আগামী 19 শে ডিসেম্বর কলকাতায় বসতে চলেছে 2020 আইপিএলের নিলাম। কিন্তু নিলামের আগেই গত মরশুমের 10 জন খেলোয়াড়কে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। গতবছর যে ক্রিস লিনকে 9.6 কোটি সর্বাধিক টাকা ব্যায় করে দলে নিয়েছিল কেকেআর এবার সেই লিনকেও ছেড়ে দিয়েছে কিং খানের দল। দশ জন ক্রিকেটার কে ছেড়ে দিয়ে ট্রেড উইন্ডো ব্যবহার করে মাত্র একজনকে দলে নিয়েছে কেকেআর। ট্রেড উইন্ডো ব্যবহার করে মুম্বাইয়ের সিদ্বেশ ল্যাডকে এবার দলে নিয়েছে কেকেআর।

এই দশজন খেলোয়াড়কে ছেড়ে এই মুহূর্তে কেকেআর ম্যানেজমেন্টের হাতে রয়েছে মাত্র 35 কোটি 65 লক্ষ টাকা, এই টাকা দিয়েই এই মরশুমে দল সাজাতে হবে কেকেআর কে। এবার কেকেআর ছেড়ে দিয়েছে রবিন উথাপ্পা, ক্রিস লিন, কার্লোস ব্রেথওয়েইট, পীযুষ চাওলা, জো ডেনলি, নিখিল নায়েক, ইয়ার পৃথ্বীরাজ, কেসি কারিয়াপ্পা, শ্রীকান্ত মুন্দে ও আনরিচ নরজেকে।

171612070c2f70e343ab7d3f4c594a3285e04f46a

এছাড়াও কেকেআর যে সমস্ত খেলোয়াড়কে রিটেইন করেছে তারা হলেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, শুভমান গিল, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদ্বীপ যাদব, নীতিশ রানা, লকি ফার্গুসন, শিভাম মাভি, হ্যারি গার্গে এবং সন্দীপ ওয়ারিয়ার কে। এই খেলোয়াড়দের রিটেইন করতে ইতিমধ্যেই 49.35 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে কেকেআর এর। বাকি রয়েছে 35 কোটি 65 লক্ষ টাকা। এই টাকা হাতে নিয়েও আগামী 19 শে ডিসেম্বর নিলামে নামতে চলেছে কেকেআর। এখন এটাই দেখার এই পরিমাণ টাকা নিয়ে কেকেআর কতটা শক্তিশালী দল তৈরি করতে পারে। নিয়ম অনুযায়ী প্রত্যেক ফ্রাঞ্চাইজি মোট 85 কোটি টাকা খরচ করে সর্বাধিক 25 জন খেলোয়াড়কে দলে নিতে পারবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর