বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভালো খবর কেকেআর ভক্তদের জন্য। শুক্রবার কলকাতা নাইট রাইডার্স আইপিএলের আসন্ন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে দলে নেওয়ার ঘোষণা করে দিয়েছে। এর আগে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস আইপিএল খেলবেন না বলে জানিয়েছিলেন। বায়ো বাবলে থাকার ক্লান্তির কারণে টুর্নামেন্ট থেকে সরে গিয়েছিলেন হেলস। তার জায়গায় ফিঞ্চকে দলে নিলো দু বারের আইপিএল বিজয়ীরা।
🚨 Aaron Finch joins KKR as a replacement for Alex Hales.
Welcome to the #GalaxyOfKnights, @AaronFinch5! 💜#KKR #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/3HnSyKogV2
— KolkataKnightRiders (@KKRiders) March 11, 2022
সেইসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলও অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের আইপিএলে যুক্ত হওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছেন যে ফিঞ্চ ১.৫ কোটি টাকা মূল্যের বিনিময়ে কেকেআর শিবিরে যোগ দেবেন।
🚨 NEWS 🚨: Aaron Finch joins Kolkata Knight Riders as a replacement for Alex Hales. #TATAIPL
More Details 🔽https://t.co/eECXKVusxE pic.twitter.com/QsoFcOMUsz
— IndianPremierLeague (@IPL) March 11, 2022
ফিঞ্চ অস্ট্রেলিয়াকে গত বছর সংযুক্ত আরব আমিরাশাহীতে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আগের মরশুমে তিনি বিলিয়ন ডলার লিগে ছিলেন না। কিন্তু আইপিএলের পঞ্চদশতম সংস্করণে ফিরে এসেছেন তিনি। ২০২০ সালে, তিনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছিলেন এবং আবুধাবিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তার শেষ ম্যাচ খেলেছিলেন।
এখন পর্যন্ত, ফিঞ্চ ভারতীয় টি-টোয়েন্টি লিগে একাধিক দলের হয়ে ৮৭টি ম্যাচ খেলেছেন, ২৫.৩৮ গড়ে ২০০৫ রান করেছেন। চেন্নাই সুপার কিংস বাদে সব আইপিএল দলেরই অংশ হয়েছেন তিনি। তার ঝুলিতে ১৪ টি হাফ সেঞ্চুরি আছে। টুর্নামেন্টের পঞ্চদশ সংস্করণ ২৬ শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাইট রাইডার্সেরএর সাথে চেন্নাই সুপার কিংস-এর ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে। সেই ম্যাচেও তাকে দলে দেখা যেতে পারে।