ধোনির পরামর্শ না মেনেই এই সাফল্য! মারাত্মক সত্যি স্বীকার করলেন KKR-এর তারকা রিঙ্কু সিং

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুদিন কেটে গিয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) আইপিএলের (IPL 2023) মঞ্চে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে খেলা অসাধারণ ইনিংসের পর। তাও যেন কেকেআর (KKR) ভক্তরা সেই ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। পুরোপুরি অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু, তা এককথায় অনবদ্য। যশ দয়াল হয়তো নিজের গোটা কেরিয়ারে এই একটি দিনকে কখনোই নিজের মন থেকে মুছে ফেলতে পারবেন না ইচ্ছা থাকলেও। সেই সঙ্গে ধোনি (MS Dhoni), রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড ভেঙে আইপিএলে সফল রান তাড়া করার ইতিহাসে শেষ ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন কেকেআরের এই মিডল অর্ডার তারকা।

এই রেকর্ড ভাঙতে গিয়ে অবশ্য ধোনির পরামর্শই মানতে পারেননি রিঙ্কু। ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বলে মনে করেন সংখ্যাগরিষ্ঠ ক্রিকেটপ্রেমী। অথচ ক্যাপ্টেন কুলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি রিঙ্কুকে যে পরামর্শ দিয়েছিলেন সেটা একেবারেই মনে রাখেননি নাইট ব্যাটার।

rinku

ওই ঐতিহাসিক ম্যাচ জয়ের পর একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা স্বীকার করেছেন রিঙ্কু নিজে। তিনি বলেছেন এর আগে ধোনির সঙ্গে যখন প্রথমবার তার সাক্ষাৎ হয় তখন ধোনি তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন। কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়কের দেওয়া সেই পরামর্শ পুরোপুরি ভুলে গিয়েছেন রিঙ্কু।

এর কারণও ব্যাখ্যা করেছেন নাইট তারকা। তিনি জানিয়েছেন যে ধোনির মতো ব্যক্তিত্ব যখন তার সামনে এসে উপস্থিত হয়েছিল তখন তিনি অভিভূত হয়ে পড়েছিলেন এবং অর্ধেক কথাই তার মাথায় ঢোকেনি। তাই সেই সময় ধোনি তাকে যেভাবে নিজের ক্রিকেটের উন্নতি করতে বলেছিলেন তার সম্পর্কে আর কোন ধারণাই নেই তার। যদিও গত বছর থেকে একাধিকবার কেকেআরকে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতানো রিঙ্কু বুঝিয়ে দিয়েছেন যে ধোনির পরামর্শ ছাড়াই তিনি সফল হতে সক্ষম।

তবে পরেরবার যখন ধোনির সঙ্গে সাক্ষাত হবে তখন তার কাছ থেকে আবার কিছু পরামর্শ চেয়ে নেবেন এমনটা স্বীকার করতে ভোলেননি রিঙ্কু। এপ্রিল মাসের ২৩ তারিখে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে কেকেআরের মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সে। তখন ম্যাচ শেষে অবশ্যই সেই ভুলে যাওয়া পরামর্শ আবার নতুন করে ধোনের কাছ থেকে জেনে নেবেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর