বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে শুরুটা দুর্দান্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম চারটি ম্যাচের ৩ টি-তে জয় পেয়েছিল দুই বারের আইপিএল বিজয়ীরা। কিন্তু সময় যত এগিয়েছে, পরিস্থিতি ততটাই খারাপ হয়েছে। পয়েন্টস টেবিলে তারা এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছে। প্লে অফের রাস্তা কার্যত বন্ধ। দলে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েও ওপেনিংয়ের সমস্যা কাটানো সম্ভব হয়নি। সকল ওপেনাররাই কম বেশি ব্যর্থ তাই আজ মুম্বাইয়ের বিরুদ্ধে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শিবম মাভির বদলে দলে আসতে পারেন অলরাউন্ডার অশোক শর্মা। দুই দলের গতবারের সাক্ষাতে কলকাতার জয়ের দুই নায়ক ভেঙ্কটেশ আইয়ার এবং প্যাট কামিন্স আপাতত দলে নেই খারাপ পারফরম্যান্সের কারণে। আজও তাদের নামার সম্ভাবনা কম।
অপরদিকে চলতি মরশুমে চূড়ান্ত খারাপ শুরু করা মুম্বাই টানা ৮ টি ম্যাচে হারের পর আচমকাই ছন্দে ফিরেছে। পরপর দুই ম্যাচে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে। টিম ডেভিড এবং রিলে মেরেডিথ দলে আসায় দলে ফিনিশিংয়ের সমস্যা ও বুমরা নির্ভরতা কেটেছে। তাদের চলতি মরশুম থেকে কিছু পাওয়ার নেই। শুধু নিজেদের আত্মসম্মান রক্ষার তাগিদেই মাঠে নামবেন তারা। দলে হতে পারে একটিই পরিবর্তন। পোলার্ডের জায়গায় দলে ফিরতে পারেন বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস।
মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, কাইরন পোলার্ড, ড্যানিয়েল সামস, জাসপ্রিত বুমরাহ, কার্তিকেয় সিং, মুরুগান অশ্বিন, রিলি মেরেডিথ
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, বাবা ইন্দ্রজিৎ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিংকু সিং, অশোক শর্মা, আন্দ্রে রাসেল, অনুকুল রায়, সুনীল নারায়ণ, টিম সাউদি, উমেশ যাদব