KKR বনাম RCB, ফর্মে থাকা কোহলিদের বিরুদ্ধে নাইটদের ভরসা এই ২ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি আইপিএলের (IPL 2023) নবম ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। দুই দল এখনো অবধি ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই টুর্নামেন্টে। তার মধ্যে ১৬ বার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পাঁচবারের সাক্ষাতে তিনটি ম্যাচই জিতেছে বিরাট কোহলির দল। দীর্ঘদিন পর ইডেন গার্ডেন্সে আবার তথাকথিত নিজেদের দলকে এক চরম প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই করতে দেখতে প্রস্তুত কলকাতার ক্রিকেটপ্রেমীরাও।

কিন্তু চলতি মরশুমে খুব একটা ভালোভাবে নিজেদের যাত্রা শুরু করতে পারেনি নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে তাদের ৭ রানে হারতে হয়েছে ডার্কওয়াথ লুইস নিয়মে। তাদের মূল দুর্বলতার জায়গা। আজ ম্যাচ জয়ের জন্য আবারও আন্দ্রে রাসেল ও উমেশ যাদবের ওপর বেশ কিছুটা নির্ভর করবে নাইটরা। অপরদিকে দুর্দান্তভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজও অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস এবং বিরাট কোহলির কাছ থেকে বড় রানের ইনিংস আশা করবে আরসিবি ভক্তরা। নতুন বল হাতে মহম্মদ সিরাজ তাদেরকে সফলতা এনে দেবেন সেই আশাও রয়েছে তাদের। তবে বিদেশি ফাস্ট বোলার হিসাবে হ্যাজেলউড এবং গত ম্যাচে চোট পাওয়া টোপলিকে পাবে না আরসিবি।

   

ইডেনের পিচ মূলত হাইস্কোরিং ম্যাচের জন্যই প্রস্তুত করা হয় শেষ কয়েক বছরে। আজও বড় রানের ম্যাচ দেখার আশঙ্কা রয়েছে। তবে টস জয়ী দল প্রথমে ফিল্ডিং করে নিতে চাইবে। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। তারাও আরসিবিকে একটা নির্দিষ্ট রানের মধ্যে আটকে রেখে তারপর সেই রান চেজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করবে।

সম্ভাব্য আরসিবি একাদশ: ফ্যাফ দু প্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, কর্ন শর্মা, মহম্মদ সিরাজ

সম্ভাব্য কেকেআর একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, শার্দূল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর