হয়ে যান নিশ্চিন্ত! হায়দ্রাবাদকে হেলায় হারাবে KKR, এই তথ্য সামনে আসতেই খুশি অনুরাগীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে চলতি মরশুমের IPL (Indian Premier League)। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে এবার শুরু হতে চলেছে প্লে-অফ পর্বের খেলা। এমতাবস্থায়নি র্ধারিত সূচি অনুযায়ী, ২১ মে অর্থাৎ মঙ্গলবারে সম্পন্ন হতে চলেছে প্রথম কোয়ালিফায়ার। হাড্ডাহাড্ডি এই ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)।

এমতাবস্থায়, প্রথম কোয়ালিফায়ার খেলা হবে আহমেদাবাদে। এদিকে, চলতি মরশুমে গ্রুপ পর্বের খেলায় এই দুই দল ইডেনে মুখোমুখি হয়েছিল। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪ রানে জয় হাসিল করে ফেলে নাইটরা। যদিও, এবার প্লে-অফের খেলা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। কারণ, পারফরম্যান্সের বিচারে KKR ভালো জায়গায় থাকলেও চিন্তা বাড়াচ্ছে হায়দ্রাবাদের ঝোড়ো ব্যাটিংও।

KKR will beat Hyderabad easily.

যদিও, ঠিক এই আবহেই এমন একটি তথ্য সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর খুশি হবেন নাইট সমর্থকরা। পাশাপাশি, কোয়ালিফায়ারের আগে আসা এই পরিসংখ্যান আত্মবিশ্বাস বাড়াবে সমগ্র নাইট শিবিরের। মূলত, হায়দ্রাবাদ এবং কলকাতার মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানই এবার উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের বিষয়ে এবার নয়া নিয়ম! নিতে হবে শিক্ষা দপ্তরের অনুমতি, জারি নির্দেশিকা

ওই পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত IPL-এর ইতিহাসে এই ২ দল মোট ২৬ বার মুখোমুখি হয়েছে। যেখানে KKR জিতেছে ১৭ বার। অপরদিকে, হায়দ্রাবাদ জয়লাভ করেছে ৯ বার। অর্থাৎ, এই পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে KKR-এর অনুরাগীদের।

আরও পড়ুন: হয়ে গেল “ডিল”, এবার Bajaj Finance-এর সাথে হাত মেলাল Tata Motors, কি প্ল্যান সংস্থার?

যদিও, মঙ্গলবাররের ম্যাচটিতে সম্পূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে চলেছে। বিশেষ করে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই দল কিভাবে পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। এদিকে, KKR চাইবে এই ম্যাচ জিতেই ফাইনালের টিকিট “কনফার্ম” করে ফেলতে। এমতাবস্থায়, আজকের ম্যাচে শেষ হাসি কারা হাসবে সেটা সময়ই বলবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X