বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ সমগ্র মরশুম জুড়েই রীতিমতো দাপট দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, সবার প্রথমে প্লে-অফের যোগ্যতা অর্জনের পাশাপাশি ফাইনালে পৌঁছে তাঁরা হেলায় হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad)। এমতাবস্থায়, দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা।
তবে, এবারে তারা খেতাব জিতলেও এই দল কিন্তু চাইলেও ধরে রাখতে পারবে না KKR। কারণ, IPL-এর নিয়ম অনুযায়ী, ৩ বছর অন্তর আয়োজন করা হয় নিলামের। এমন পরিস্থিতিতে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের IPL-এর আগে সম্পন্ন হবে নিলাম। যেখানে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে খেলোয়াড় কিনতে পারবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিক মাথায় রাখতে হয়। পাশাপাশি করতে হয় প্রচুর হিসেব-নিকেশ। অনেক সময় আবার কিছু ক্রিকেটারকে পুরো টুর্নামেন্ট জুড়ে পাওয়া যায় না। কারণ বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে জাতীয় দলের খেলা থাকলে তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই উপস্থিত থাকতে পারেন না IPL-এ।
এদিকে, ২০২৫ সালের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি স্বাভাবিকভাবেই নতুন করে দল সাজাতে পারবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই মেগা নিলামে আগামী ৩ টি মরশুমের জন্য তৈরি করা যাবে দল। উল্লেখ্য যে, নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চাইলে তাদের ৪ জন ক্রিকেটারকে দলে রাখতে পারবে। যদিও, এবার শোনা যাচ্ছে যে এই নিয়ম বদলে চারের পরিবর্তে ৫ অথবা ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুবিধা পাবে দলগুলি।
আরও পড়ুন: বন্ধ হতে চলেছে নয়াদিল্লি রেল স্টেশন? যাত্রীদের উদ্দেশ্যে বড় বার্তা রেলের
এমতাবস্থায় যে প্রশ্নটা অনুরাগীদের মনে সবথেকে আগে উঠে আসছে সেটা হল চ্যাম্পিয়ন দলের কোন কোন খেলোয়াড় কে ধরে রাখবে KKR? অর্থাৎ, সোজা কথায় কোন ৪ খেলোয়াড়ের ওপর KKR ফ্র্যাঞ্চাইজি ভরসা রাখবে সেটাই এখন দেখার বিষয়। তবে, মনে করা হচ্ছে যে এই তালিকায় সবার ওপরে যিনি রয়েছেন তিনি হলেন শ্রেয়স আইয়ার। কারণ, ইতিমধ্যেই শ্রেয়স তাঁর অধিনায়কত্বের মাধ্যমে সবার নজর কেড়েছেন।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের গ্রুপে কার শক্তি কতটা? পাকিস্তানের পাশাপাশি চিন্তা বাড়াতে পারে এই দল
পাশাপাশি, KKR ফের ভরসা রাখতে পারে সুনীল নারিনের ওপর। এমনিতেই, চলতি মরশুমে রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন সুনীল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এছাড়াও, তিনি বিগত বছরগুলিতেও এই দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়েছেন। তাই, পরবর্তী বছরগুলিতেও সুনীলের ওপর ভরসা রাখতে চাইবে KKR। এদিকে, KKR-এর তৃতীয় পছন্দ হতে পারে বরুণ চক্রবর্তী। তাঁকেও আগামী ৩ মরশুমের জন্য দলে রাখা হতে পারে। যদিও, চতুর্থ খেলোয়াড়ের ক্ষেত্রে রয়েছে একাধিক নাম। যাঁদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল থেকে শুরু করে রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং ফিল সল্ট। এমতাবস্থায়, নিলামের মঞ্চে KKR কাকে ছেড়ে কাকে দলে রাখে সেদিকেই চোখ থাকবে অনুরাগীদের।