বিমানবন্দরে ভক্তর সাথে এমন দুর্ব্যবহার! রাহুল ও আথিয়ার তীব্র সমালোচনা করলেন নেটিজেনরা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বলিউড তারকা সুনীল শেট্টির (Suniel Shetty) কন্যা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের (KL Rahul)। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এই মাসেই তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন এমন গুজবও রয়েছে লোকের মুখে।

সম্প্রতি লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি দুবাইয়ের একটি জনপ্রিয় নাইট ক্লাবে নববর্ষ উদযাপন করেছেন। এর পর দুজনেই ভারতে ফিরেছেন ২রা জানুয়ারি। তাদের বিমানবন্দরে একসাথে দেখে ফটো তুলতে এগিয়ে গিয়েছিল কিছু উৎসাহী ভক্ত। কিন্তু তাদের সাথে ফটো তুলতে সোজাসুজি না করে দেয় এই দম্পতি, এরপরেই তাদের দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং।

kl rahul athiya

গুজব অনুযায়ী ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে তাদের দুজনের বিয়ের অনুষ্ঠান সংঘটিত হবে। কিন্তু তার আগে লোকেশ রাহুলের ব্যবহারে বেশ নারাজ বিমানবন্দরে থাকা কিছু ভক্ত। বিমানবন্দরেই এক ভক্ত রাহুল ও আথিয়ার সাথে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তখন কোনওরকম জবাব না দিয়েই তারা চলে আসেন বাইরে।

এরপর বিমানবন্দরের বাইরেও কিছু ভক্ত তাদের সঙ্গে ছবি তোলার জন্য রাহুলকে অনুরোধ জানান। কিন্তু কাউকে পাত্তা না দিয়ে গাড়িতে বসে নিজেদের গন্তব্যের পথে রওনা হন আথিয়া ও ভারতীয় ওপেনার। এই ঘটনার কথা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন রাহুলের মানসিকতা নিয়ে খুব উগরে দিয়েছেন। তবে আবার কেউ কেউ রাহুলের পাশে দাঁড়িয়ে বলেছেন যে সেলিব্রেটি রাও সাধারণ মানুষ এবং তাদেরও সব সময় মেজাজ ভালো নাও থাকতে পারে।

সাম্প্রতিককালে ভারতীয় দলের রাহুলের পারফরম্যান্স খুবই সাদামাটা। নিজের পারফরম্যান্সের কারনেই সম্ভবত নিজের সহ অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন ভারতীয় তারকা। রোহিত শর্মার অনুপস্থিতিতে গত বছর বেশ কয়েকটি ম্যাচে তাকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। কিন্তু ভবিষ্যতে ভারতীয় অধিনায়কের পরিকল্পনায় বিসিসিআই আর তাকে বিবেচনা করছেন না বলে সম্প্রতি খবর এসেছে।

সম্পর্কিত খবর

X