ধোনি স্বপ্নেও যে রেকর্ডের কথা ভাবতে পারেন না সেটাই করে দেখালেন ধোনি! অভিভূত ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) প্রথম টেস্টে কিছুটা বেকায়দায় ভারতীয় দল (Indian Cricket Team)। বার্গার, রাবাডাদের দাপটে ২৪৫ রানে ভারত অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুঁইয়ে ২৫৬ রান তুলে ১১ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের অবস্থা আরও খারাপ হতো যদি না গতকাল লোকেশ রাহুল (KL Rahul) একা কুম্ভ হয়ে রুখে দাঁড়াতেন দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণের বিরুদ্ধে।

বক্সিং ডে টেস্ট বরাবরই রাহুলের জন্য পয়া। ঠিক দুই বছর আগে বক্সিং ডে টেস্টে এই সেঞ্চুরিয়ানেই একটি ঝকঝকে শতরান করেছিলেন তিনি। এবারও ঠিক একই কাজটা করলেন। প্রথম দিন ৭০ রানে অপরাজিত থাকার পর এইদিন ১৩৭ বলে ১০১ রান করে তিনি ভারতকে পৌঁছে দেন ২৪৫ রানের সম্মানজনক স্কোরে। সচিন টেন্ডুলকার এবং অজিঙ্কা রাহানের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি দুইবার বক্সিং ডে টেস্টে শতরান করার রেকর্ড গড়লেন। সেই সঙ্গে তিনিই হয়ে গেলেন প্রথম ভারতীয় উইকেটরক্ষক যিনি কোনও বক্সিং ডে টেস্টে বিদেশের মাটিতে শতরান করেছেন।

   

বক্সিং ডে টেস্টে ভারতের হয়ে শতরানকারীদের তালিকা:

১. দিলীপ ভেঙ্গসরকার(১৯৮৮)
২. কপিল দেব(১৯৯২)
৩. মহম্মদ আজহারউদ্দীন(১৯৯৮)
৪. সচিন রমেশ তেন্ডুলকার(১৯৯৮)
৫. সচিন রমেশ তেন্ডুলকার(১৯৯৯)
৬. বীরেন্দ্র সেওয়াগ(২০০৩)
৭. বিরাট কোহলি(২০১৪)
৮. অজিঙ্ক্য রাহানে(২০১৪)
৯. চেতেশ্বর পূজারা(২০১৮)
১০. অজিঙ্ক্য রাহানে(২০২০)
১১. লোকেশ রাহুল(২০২১)
১২. লোকেশ রাহুল(২০২৩)

আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

তার আগে ভারতের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে শতরান করার রেকর্ড ছিল কেবল চার জনের। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করতে পেরেছিলেন কেবলমাত্র রিশভ পন্থ। মহেন্দ্র সিং ধোনির মতো তারকার নামের পাশেও এই সম্মান ছিল না। কিন্তু রাহুলের অনবদ্য শতরান তাকে এই দুর্দান্ত তালিকায় জায়গা করে দিয়েছে।

আরও পড়ুন: হার্দিকের চোট, MI-তে আর নেতৃত্ব দেবেন না রোহিত! নতুন ক্যাপ্টেন হিসেবে এই তারকাকে দায়িত্ব দিচ্ছে আম্বানিরা

ভারতীয় কিপার ব্যাটারদের মধ্যে এশিয়ার বাইরে টেস্ট সেঞ্চুরি:

১. বিজয় মঞ্জরেকর- ওয়েস্টইন্ডিজ, ১৯৫৩
২. অজয় রাত্রা- ওয়েস্টইন্ডিজ, ২০০২
৩. ঋদ্ধিমান সাহা- ওয়েস্টইন্ডিজ, ২০১৬
৪. রিশভ পন্থ – ইংল্যান্ড, ২০১৮
৫. রিশভ পন্থ- অস্ট্রেলিয়া, ২০১৮
৬. রিশভ পন্থ- দক্ষিণ আফ্রিকা, ২০২১
৭. রিশভ পন্থ- ইংল্যান্ড,২০২২
৮. লোকেশ রাহুল- দক্ষিণ আফ্রিকা,২০২৩

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর