বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর মাত্র ছয় দিনের অপেক্ষা। তারপর দেশের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে। যেহেতু রোহিত শর্মারা (Rohit Sharma) দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে, তাই তাদের ওপর প্রত্যাশার চাপ থাকবে অনেক বেশি। এরজন্য তাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে প্রত্যেক ম্যাচে, প্রত্যেক প্রতিপক্ষের বিরুদ্ধে।
এর মধ্যেই ভারতীয় দল পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। কিছু ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে তাদের পরিকল্পনা কেমন হতে পারে। ফলস্বরূপ কিছু ক্রিকেটার যে কি ভূমিকা পালন করতে চলেছেন সেই নিয়ে আন্দাজ এখন থেকেই পাওয়া যাচ্ছে। এর মধ্যে একজন হলেন লোকেশ রাহুল।
এই ভারতীয় তারকা বেশ কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন। ফলস্বরূপ অনেকেই আশঙ্কা করেছিলেন যে তিনি হয়তো বিশ্বকাপের দলে প্রত্যাবর্তন করতে পারবেন না। কিন্তু এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে মাঠে এসে তিনি অনবদ্য পারফরম্যান্স করেন। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও অসাধারণ পারফরম্যান্স করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে নিজের এই বড় শক্তিটা ব্যবহারই করবেন না কোহলি! হতাশ BCCI ও ভারতীয় দল
এরপর ভারতীয় দলে তাকে ঈশান কিষাণের জায়গায় কিপিং করতেও হয়তো দেখা যাবে। ফলস্বরূপ তাকে আজ একটি অভিনব উপায়ে কিপিং অনুশীলন করতে দেখা গিয়েছে। এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে উইকেটের সামনে টায়ার রেখে তার পেছনে দাঁড়িয়ে কিপিং অনুশীলন করছেন রাহুল। এর থেকে আলাদা করে কি সুবিধা হবে তার অনুশীলনে তা অবশ্য বোঝা যায়নি। কিন্তু ভারতীয় দল যে ঈশান কিষাণের বদলে তাকে নিয়েই ভাবছে প্রধান কিপার হিসাবে, সেটা স্পষ্ট হয়ে গেছে।