বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চোট পাওয়ার পর টানা ভারতের হয়ে টানা দুটি টি টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও দলে জায়গা হয়নি তার। তাই বাড়ি বসে না থেকে চাঁদে পাড়ি দিলেন লোকেশ রাহুল। রাহুল ‘চাঁদ’ থেকে তার পোজ দেওয়া কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর সেই ছবির ক্যাপশন ছিল, “চাঁদ পে হ্যায় আপুন” অর্থাৎ “চাঁদে রয়েছি আমি।”
তারকা ক্রিকেটারের টুইট করা এই ছবিতে তাকে একটি পাথর বা একটি গর্তের উপর বসে থাকতে দেখতে পাওয়া যায়, যা রাহুলের মতে চাঁদে অবস্থিত৷ ছবি ছবিগুলোয় লাল রঙের গভীর আধিক্য অত্যাধিক বেশি থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন এটি চাঁদ! নাকি মঙ্গল গ্রহ!
বলাই বাহুল্য রাহলের পোস্ট করা এই ছবিগুলি পুরোপুরি এডিটেড। তবে তা এতই নিম্নমানের যে তা নিয়ে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার রাহুলের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তারাই ছবিটিকে করে তুলেছেন ভাইরাল। নীচে রাহুলের পোস্টটি প্রতিবেদনের সাথে জুড়ে দেওয়া হলো:
Chaand pe hai apun 🚀 pic.twitter.com/zgoJbQCD0I
— K L Rahul (@klrahul11) March 2, 2022
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্য বিভাগে ভিড় করেন ক্রিকেটারের ভক্ত এবং অনুরাগীরা। লোকেশ রাহুলের সম্পাদনার দক্ষতা নিয়ে লোকেরা কিছু হাস্যকর মন্তব্য করতে মাঠে নেমে পড়ে। ইন্টারনেট ব্যবহারকারীরা যে পোস্টে তাকে চাঁদে থাকার কথা উল্লেখ করেছেন তার প্রতি তাদের অবিশ্বাস প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে ছবিটি ‘চাঁদের’ চেয়ে ‘মঙ্গল’-এর মতো লাগছে। আরও বিশ্বাসযোগ্য সম্পাদনা করার পরামর্শও দিয়েছেন তারা।