বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এই মুহূর্তে নাগপুরে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) ফলাফলের উপর নির্ভর করছে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের (WTC Final) যোগ্যতা অর্জন করতে পারবে কিনা। তাই প্রস্তুতিতে কোনরকম ফাঁক রাখতে চাইছে না রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল।
যদিও ক্রিকেটপ্রেমীদের কাছে একটা বড় প্রশ্ন এটা হয়ে দাঁড়াচ্ছে যে এই সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে কাকে দেখা যাবে। এই মুহূর্তে শুভমান গিল (Shubman Gill) দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওডিআই এবং টি-টোয়েন্টিতে নিজের যোগ্যতা তিনি শব্দই প্রমাণ করেছেন কিন্তু তার অনেক আগে থেকেই তিনি ভারতীয় টেস্ট স্কোয়াডের অংশ। কিন্তু লোকেশ রাহুল (KL Rahul) এবং রোহিত শর্মা দুজনেই সুস্থ থাকলে তিনি কি দলে থেকে ওপেন করার সুযোগ পাবেন।
অনেকেই দাবি তুলছেন যে লোকেশ রাহুলকে এই সিরিজে বসিয়ে দিয়ে তার জায়গায় শুভমান গিলকে দিয়েই ওপেন করানো হোক। সাম্প্রতিক অতীতে রাহুলের ফর্ম বিশাল ভালো কিছু নয়। আর গিল এই মুহূর্তে নিজের জীবনের সেরা ছন্দে রয়েছেন। লোকেশ রাহুলও নিজেও জানেন যে তিনি সহ অধিনায়ক হলে এই মুহূর্তে ওপেন করার ব্যাপারে গিলই ফেভারিট।
সেইজন্য গতকাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে তিনি বলে গিয়েছেন যে যদি দলের প্রয়োজন পড়ে তাহলে তিনি মিডল ওর্ডারে ব্যাট করতেও কোন সমস্যা বোধ করবেন না। অন্তত প্রথম টেস্টে যেহেতু শ্রেয়স আইয়ার চোটের কারণে বাইরে রয়েছেন, তাই লোকেশ রাহুল যদি মিডল ওর্ডারে ব্যাট করেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। প্রশ্ন তৈরি হবে তখন যখন দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে দলে ফিরবেন। তখন রাহুল বা গিলের মধ্যে রোহিত শর্মা কাকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেন সেটাই দেখার।
সহ অধিনায়ক লোকেশ রাহুল এই সাংবাদিক সম্মেলনে আরো বলেছেন যে ভারতীয় দলের পক্ষে এই সিরিজটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ডার-গাভাস্কার ট্রফি জিতলে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু আপাতত অত দূরের লক্ষ্য রেখে এগোচ্ছেন না তারা। প্রতি ম্যাচের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় ভারতীয় দল।