বড় চাপ নামলো BCCI-এর কাঁধ থেকে! এশিয়া কাপ ফাইনালে পৌঁছে বিশ্বজয়ের হাতিয়ার পেলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টার্নিং উইকেটে আজ ভারতীয় ব্যাটারদের চরম কঠিন পরীক্ষার মুখোমুখি পড়তে হয়েছিল। আজ শ্রীলঙ্কার দুই স্পিনার দুনীথ ওয়েলালাগে এবং চারিথ আশালঙ্কার স্পিনের সামনে অসহায় হয়ে পড়েছিল গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপ। পাকিস্তান ম্যাচের হিরো বিরাট কোহলি (Virat Kohli) এদিন ব্যর্থ। রোহিত শর্মার (Rohit Sharma) অর্ধশতরান এবং ঈশান কিষাণ ও লোকেশ রাহুলের পার্টনারশিপে ভর করে দ্বীপরাষ্ট্রর ক্রিকেট দলের সামনে ২১৩ রানের টার্গেট রাখতে পেরেছিল ভারত। কিন্তু টার্নিং উইকেটে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার ভেলকিতে দুর্দান্ত জয়ের ছিনিয়ে নিল ভারত।

এরপর বল হাতে ভারতও প্রত্যাঘাত করেছিল। ভারতের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে অসুবিধায় পড়ে শ্রীলঙ্কাও। নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারাতে থাকে। ফাস্ট বোলার এবং স্পিনার, দুই বিভাগের তরফ থেকে শ্রীলঙ্কার ব্যাটারদের সর্বোচ্চ মানের পরীক্ষা নেওয়া শুরু হয়।

শ্রীলঙ্কাকে লড়াইয়ে রেখেছিল ধনঞ্জয় ডি সিলভা (৪১) এবং ওয়েলালাগের (৪২*) জুটি। তাদের মধ্যে ৬৩ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে ধনঞ্জয় বড় শর্ট মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে আসার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। ১৭২ রানে তারা অলআউট হয়ে যায়।

এই দুর্দান্ত বোলিংয়ের জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য স্পিনারদের। কুলদীপ যাদব পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে নেওয়ার পর এদিন ৪ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে আরেকজন যার কথা উল্লেখ না করলে অন্যায় হবে তিনি হলেন লোকেশ রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ শতরান করার পর কিছুক্ষণ কিপিংও করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন শুরু থেকে কিপিং করলেন।

kl assic keeping

বিশ্বকাপের আগে বিসিসিআইয়ের জন্য চিন্তার খুব বড় জায়গা হয়ে দাঁড়িয়েছিল এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাপারটা। শুধুমাত্র ঈশান কিষাণের ওপর ভরসা করে বিশ্বকাপে নামা উচিত হবে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। লোকেশ রাহুল বড় চোট কাটিয়ে এসে উইকেট রক্ষণের কাজটা ঠিকঠাক করতে পারবেন কিনা সেই নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজ উইকেটের পেছনে দুটি ক্যাচ ধরে এবং একটি অসাধারণ স্টাম্পিং করে রাহুল বোঝালেন যে অনায়াসে তার ওপর ভরসা করা যায়।

আরও পড়ুন: কুলদীপ ম্যাজিকে শ্রীলঙ্কাকে হারিয়ে অবিশ্বাস্য জয় ভারতের! এশিয়া কাপ ফাইনালের টিকিট নিশ্চিত রোহিতদের

সেই সঙ্গে ঈশান কিষাণ আর রাহুল এটাও দেখালেন যে তাদের দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার দরকার নেই। তারা দুজনেই ভারতীয় দলে থাকবেন এবং মিডল অর্ডারকে সামলে নেবেন। আজ শ্রীলঙ্কা যখন ম্যাচে জাঁকিয়ে বসেছে ভারতের টপ অর্ডারকে ধ্বংস করে, তখন লোকেশ রাহুল (৩৯) এবং ঈশান কিষাণের (৩৩) মধ্যে ৬৩ রানের একটি পার্টনারশিপ হয়। ব্যাটিংয়ের দিক দিয়ে ভারতের ম্যাচ জয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওই পার্টনারশিপটি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর