অধিনায়ক হতেই বড় কীর্তি রাহুলের, কোহলিকে ছাপিয়ে গিয়ে ছুঁয়ে ফেললেন ধোনিকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়। এতে বিরাট কোহলিকে পেছনে ফেলে ধোনিকে ছুঁয়েছেন রাহুল। লোকেশ রাহুল এই টেস্ট দলের অধিনায়ক হওয়ার সাথে সাথে তিনি বীরেন্দ্র সেওবাগ, বিরাট কোহলি এবং জিএস রামচাঁদের রেকর্ডও ভেঙে দিয়েছেন। একইসঙ্গে তিনি মহেন্দ্র সিং ধোনির সমানও। তবে অজিঙ্কা রাহানেকে টপকাতে পারেননি তিনি।

সর্বনিম্ন প্রথম-শ্রেণীর ম্যাচে অধিনায়কত্ব করে টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্বের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। তবে এক্ষেত্রে এক নম্বরে রয়েছেন অজিঙ্কা রাহানে। রাহানে একটি প্রথম-শ্রেণীর ম্যাচেও অধিনায়কত্ব না করেই টেস্ট দলের অধিনায়কত্ব করেছিলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন কোনওদিন ঘটেনি। তবে রাহুল কর্ণাটকের চতুর্থ ক্রিকেটার যিনি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন।

Cricket – Second Test – South Africa v India – Imperial Wanderers Stadium, Johannesburg, South Africa – January 3, 2022 India’s KL Rahul in action REUTERS/Rogan Ward

রাহুলের আগে ১৯৮০ সালে গুন্ডাপ্পা বিশ্বনাথ, ২০০৬-০৭ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড় এবং তার ঠিক পরেই দু বছরের টেস্ট দলের দায়িত্ব নেন অনিল কুম্বলে। লোকেশ রাহুলের আগে, গুন্ডাপ্পা বিশ্বনাথ ১৯৮০ সালে ২ টি টেস্টে, রাহুল দ্রাবিড় ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে ২৫ টি টেস্টে এবং ২০০৭-০৮ সালে ১৪ টি টেস্টে অনিল কুম্বলে অধিনায়কত্ব করেছিলেন।

২০০৫ সালের পর এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটেছে যখন শেষ ৪ টেস্টে ম্যাচে ৩ জন ক্রিকেটার ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে, সৌরভ গাঙ্গুলী হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অধিনায়ক ছিলেন। ২০০৫ সালের ডিসেম্বরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্টে, রাহুল দ্রাবিড় দলের অধিনায়কত্ব সামলেছিলেন। সেই সিরিজেরই তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হয় আহমেদাবাদে। সেই দলে বীরেন্দ্র সেওবাগ দলকে নেতৃত্ব দেন।

সম্পর্কিত খবর

X