বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা হয়েছে। ২০২৩-এর প্রথম সপ্তাহ থেকে আরম্ভ হবে এই সিরিজ। টি-টোয়েন্টি এবং ওডিআই, দুটি সিরিজে বিভক্ত শ্রীলঙ্কার (Sri Lanka Cricket) এই সফর। তার মধ্যে টি-টোয়েন্টি সিরিজটিতে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে টি-টোয়েন্টি দলটি। কিন্তু ওডিআই সিরিজ থেকে সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরবেন এবং নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) থাকবেন অধিনায়কত্বের দায়িত্বে।
মজার ব্যাপার হল ওডিআই সিরিজের দলে রয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। নিজের বিবাহের কারণে তিনি এই সিরিজ থেকে অব্যাহতি চাইবেন এমনটা আশঙ্কা করেছিল না অনেকেই। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহম্মদ শামির মতোই শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিয়ে ওডিআই স্কোয়াডে কর্ণাটকের তারকা ক্রিকেটারকে রাখা হয়েছে।
কিন্তু এখানে একটি বিষয় নিয়েই শুধুমাত্র সমস্যা রয়েছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজের কিছু অংশে অধিনায়কত্ব করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে তিনি শুধু অধিনায়কত্বই হারাননি তার সহ অধিনায়ক হিসেবে পথ দিয়েও খুঁজেছেন তিনি। তার জায়গায় সহ অধিনায়ক এর দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ভবিষ্যতে গুরুতর প্রয়োজন না করলে তাকে আর ভারতের অধিনায়ক হিসেবে কখনোই দেখা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ব্যাটাতে একেবারেই ভালো ফর্মে ছিলেন না তিনি। সেই জন্যই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তা নিয়ে অবশ্য স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক,শিবম মাভি, মুকেশ কুমার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইয়ের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।