ধোনির আচমকা অবসরে হতবাক কে এল রাহুল চান ধোনিকে বড়সড় ফেয়ারওয়েল দিতে

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এইভাবে ধোনির হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেই কার্যত অবাক হয়ে গিয়েছেন তার কোটি কোটি ভক্তরা। সেই সাথে অবাক হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কে এল রাহুলও।

ধোনির অবসর নেওয়ার পরে সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এবার ধোনির অবসর হতবাক কে এল রাহুল বললেন এইভাবে হঠাৎ করে ধোনির অবসর নেওয়ায় তিনি হতবাক, তিনি শেষবার ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে চান। এছাড়া কে এল রাহুল মনে করেন ধোনিকে যথাযথ সম্মান দিয়ে ধোনির জন্য বড় করে ফেয়ারওয়েল ম্যাচ করা উচিত।

118885475c82e244d3c6bd31292bfb6685e7054cd70f865e04715afaa585b6fee8d93082b

এক ক্রিকেটীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কে এল রাহুল বলেন, আমরা যারা ধোনির অধিনায়কত্বে দীর্ঘদিন খেলেছি তারা সকলেই ধোনির ক্রিকেট ছাড়ার খবর পেয়ে দুঃখিত, আমরা হতবাক। তাই আমরা সকলেই চাই ধোনি যাতে তাকে শেষবার সম্মানটুকু দেওয়ার সুযোগ করে দিক। শেষ বারের জন্য ধোনিকে বাইশ গজে দেখতে চাই এবং তারপর তাকে যোগ্য সম্মান দিয়ে ফেয়ারওয়েল ম্যাচ অনুষ্ঠিত হোক।

Udayan Biswas

সম্পর্কিত খবর