মহসিন খান, ক্রুনাল পান্ডিয়াদের দুরন্ত বোলিংয়ে ভর করে পাঞ্জাবকে হারালো রাহুলের লখনউ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের পুরোনো দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেলেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করে ময়ঙ্ক আগরওয়ালের দলকে ২০ রানের ব্যবধানে হারালো লখনউ। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ব্যর্থ হলেও স্কোরবোর্ডে ১৫৩ রান তুলেছিলে সুপারজায়ান্টস। রান তাড়া করতে নেমে ক্রুনাল পান্ডিয়াদের দাপুটে বোলিংয়ের সামনে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব কিংস।

প্রথমে ব্যাট করতে নেমে ফর্মে থাকা রাহুলকে মাত্র পাঁচ রানে ফিরিয়ে দেন কাগিসো রাবাডা। মূলত কুইন্টন ডি কক-এর ৩৭ বলে ৪৬ এবং দীপক হুডার ২৮ বলে ৩৪ রানের ইনিংসের ওপর ভর করেই বোর্ডে রান তোলে ভারত। নিজের ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন রাবাডা।

রান তাড়া করতে নেমে দুরন্ত ছন্দে শুরু করলেও ২৫ রান করেই আউট হন অধিনায়ক ময়ঙ্ক। চূড়ান্ত ফ্লপ ধাওয়ান, আজ ১৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। ৩২ রান করে জনি বেয়ারস্টো ফিরে যাওয়ার পরই ম্যাচের ভবিষ্যত বোঝা যাচ্ছিল। লিয়াম লিভিংস্টোন (১৮) এবং ঋষি ধাওয়ান (২১) চেষ্টা করেও কিছু করতে পারেননি।

লখনউয়ের হয়ে দুরন্ত বোলিং করেন মহসিন খান, দুষ্মন্ত চামিরা এবং ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে ১ টি মেডেন সহ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন মহসিন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ টি উইকেট চামিরার এবং নিজের কোটার সব ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ ১১ রান দিয়ে ২ উইকেট নেন ক্রুনাল।

X