অক্টোবর পর্যন্ত কোনো ছুটি হবে না! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত

Published on:

Published on:

employee leaves

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে এবারে সমানে বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী কোথাও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে তো চলছেই। যার জেরে জল যন্ত্রনা শহরের বুকে। তবে বৃষ্টির কারণে যাতে আর কোথাও জল বেশিক্ষণ না জমে থাকে সেই লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (KMC)। আগামী অক্টোবর মাস পর্যন্ত নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল (Employee Leaves) করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

বর্ষায় অক্টোবর পর্যন্ত ‘নো ছুটি’ | Employee Leaves

এবারে অনেক আগেই শুরু হচ্ছে শারদোৎসব। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে শহরে। তার পর ছটপুজো পর্যন্ত টানা উৎসব। এই আবহে যাতে শহরবাসীকে ভোগান্তিতে পোহাতে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভার একটি সূত্র।

মেয়র ফিরহাদ হাকিমও ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে কলকাতার মেয়র বলেন, ভারী বৃষ্টির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভা তরফে হয়েছে। পুরসভার নিকাশি বিভাগ জরুরি পরিষেবার মধ্যে পড়ে। যাতে কোথাও জল জমে না থাকে এবং ভারী বৃষ্টি হলেও যাতে মানুষের সমস্যা না-হয়, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারে বর্ষার শুরু থেকেই পুরোদমে বৃষ্টি চলছে কলকাতায়। ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমে গিয়েছিল। তবে বৃষ্টি কমার পর ধীরে ধীরে সেই জল নেমে যায়। এদিকে ভারী বৃষ্টি ও জল জমে থাকার কারণে বেশ কিছু রাস্তাতেও সমস্যা তৈরি হয়েছে।

এই বিষয়ে মেয়র বলেন, ভারী বৃষ্টি হচ্ছে। তবে রাস্তার অবস্থা খুব খারাপ নয় বলে জানান মেয়র। তিনি বলেন, “আমরা তিন-চার দিন সময় পেলে, রাস্তা আবার আগের মতো হয়ে যাবে।” ফিরহাদ বলেন, কলকাতার রাস্তার নীচে যে অবস্থা রয়েছে তাতে সব জায়গায় ঢালাই রাস্তা করা সম্ভব নয়। তবে শহরে এখন জলযন্ত্রণা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন: ‘বাঙালি অস্মিতা’র রাজনীতি স্রেফ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা’, মমতা পথে নামার আগেই ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর, এল কড়া হুঁশিয়ারি

যদিও মেয়রের সাফ স্বীকারোক্তি, কিছু নিচু এলাকায় এখনও নিকাশির সমস্যা রয়ে গিয়েছে। যেমন বেহালা এবং ঠাকুরপুকুরের মত কিছু এলাকা। তবে আগামী দিনে ওই এলাকাগুলিতেও নিকাশি ব্যবস্থাকে উন্নত করার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী।