ভুলে যাবেন Fixed Deposit! এই ৫ টি স্কিমে বিনিয়োগ করলেই আর নেই চিন্তা, হবে টাকার বৃষ্টি

Published on:

Published on:

Know 5 good schemes for investment.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে অধিকাংশই ফিক্সড ডিপোজিট (FD)-কে সবথেকে নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের (Investment) বিকল্প বলে মনে করে। এই বিনিয়োগের ক্ষেত্রে বাজারের ওঠানামা কোনও প্রভাব ফেলে না। পাশাপাশি, বিনিয়োগ করা অর্থও ঝুঁকির মধ্যে থাকে না। কিন্তু, এখন সময় বদলেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং দ্রুত পরিবর্তনশীল বাজারের সঙ্গে সঙ্গে শুধুমাত্র FD-তে অর্থ বিনিয়োগ করা আর বুদ্ধিমানের কাজ নয়। বরং, আপনি যদি উচ্চ সুদের হার, উন্নত লিকুইডিটি এবং আপনার অর্থের নিরাপত্তা চান, তাহলে এখন বেশ কয়েকটি চমৎকার বিকল্প উপলব্ধ রয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই ৫ টি লাভজনক স্কিমের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলি FD-তে বিনিয়োগের থেকে বেশি লাভবান করতে পারে।

এই ৫ টি ক্ষেত্রে করা যেতে পারে বিনিয়োগ (Investment):

১. RBI ফ্লোটিং রেট সেভিংস বন্ড: জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা এই বন্ডগুলির মেয়াদ ৭ বছর এবং বর্তমানে ৮.০৫ শতাংশ সুদের হার প্রদান করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এক্ষেত্রে সুদের হার প্রতি ৬ মাস অন্তর আপডেট করা হয়। যার অর্থ বাজারের হার বৃদ্ধি পেলে আপনার রিটার্নও বৃদ্ধি পাবে। অতএব, দীর্ঘমেয়াদী বিনিয়োগ (Investment) করতে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য এই বন্ডগুলি একটি আদর্শ বিকল্প হিসেবে বিবেচিত হবে।

Know 5 good schemes for investment.

২. ট্রেজারি বিল: যদি আপনি কয়েক মাসের জন্য অর্থ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে ট্রেজারি বিল (T-Bills) একটি চমৎকার বিকল্প। এগুলি ৯১, ১৮২ এবং ৩৬৪ দিনের জন্য জারি করা হয়। এগুলি সুদ দেয় না, বরং কম দামে কেনা হয় এবং ম্যাচুরিটির পর সম্পূর্ণ অর্থ পাওয়া যায়। অর্থাৎ, ৯৯০ টাকা মূল্যের একটি বিল ম্যাচুরিটির পর ১,০০০ টাকা লাভ করে। এগুলি অত্যন্ত নিরাপদ বিনিয়োগ (Investment) হিসেবে বিবেচিত হয়। যার ১০০ শতাংশ সরকারি গ্যারান্টি রয়েছে।

৩. সরকারি বন্ড: জানিয়ে রাখি যে, সরকারি বন্ডগুলি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত। যার অর্থ এগুলিতে কার্যত কোনও ঋণ ঝুঁকি তথা ক্রেডিট রিস্ক থাকে না। স্থিতিশীল এবং নিশ্চিত রিটার্ন পেতে ইচ্ছুক বিনিয়োগকারীদের জন্য এগুলি আদর্শ বলে বিবেচিত হয়। সরকারি বন্ড সাধারণত ৭ শতাংশের কাছাকাছি সুদের হার প্রদান করে। তবে, সুদের হারের পরিবর্তনের কারণে এগুলির দাম কিছুটা ওঠানামা করতে পারে। যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের (Investment) জন্য এই বন্ডকে সর্বোত্তম করে তোলে।

আরও পড়ুন: চমকের পর চমক! এবার KKR-এ বড় দায়িত্ব পেলেন শেন ওয়াটসন, অবাক অনুরাগীরাও

৪. কর্পোরেট বন্ড: কোম্পানিগুলি তাদের ব্যবসার জন্য ফান্ড সংগ্রহের লক্ষ্যে কর্পোরেট বন্ড ইস্যু করে। এই বন্ডগুলিতে ৯ শতাংশ থেকে ১১ শতাংশ সুদের হার থাকে। যা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে, এক্ষেত্রে কিছু ঝুঁকিও থাকে। যার মধ্যে রয়েছে কোম্পানির ঋণখেলাপি হলে ক্ষতির সম্ভাবনা। অতএব, বিনিয়োগের (Investment) আগে অবশ্যই সংস্থার ক্রেডিট রেটিং (AAA, AA, A, ইত্যাদি) পরীক্ষা করে নিন।

আরও পড়ুন: একসঙ্গে ৫ তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স! তালিকায় রয়েছেন ৯.২৫ কোটির এই প্লেয়ারও

৫. কর্পোরেট ফিক্সড ডিপোজিট: এবারে আমরা জানবো কর্পোরেট ফিক্সড ডিপোজিট সম্পর্কে। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানিতে টাকা জমা করেন এবং বিনিময়ে নির্দিষ্ট সুদ পান। এগুলি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় ১.৫ শতাংশ বা ২ শতাংশ বেশি রিটার্ন দিতে পারে। বাজাজ ফিনসার্ভ থেকে শুরু করে শ্রীরাম ফাইন্যান্স, অথবা মুথুট ক্যাপিটালের মতো NBFC ৮.৫ শতাংশ বা তার বেশি সুদের হার উপলব্ধ করে। তবে, এগুলি সরকারি বিমা না হওয়ায় বিনিয়োগের (Investment) আগে শুধুমাত্র AAA-রেটেড কোম্পানিগুলিতে বিনিয়োগ করাই শ্রেয় হবে।