ভালো নেই অরিজিৎ সিং! কি হয়েছে তাঁর? আচমকা দুঃসংবাদ দিলেন গায়ক নিজেই

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের টপ সিঙ্গার একজনই।  তিনি হলেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। হিন্দি হোক কিংবা বাংলা এখনকার দিনে যে কোন সিনেমার গান এককথায় অসম্পূর্ণ অরিজিৎ সিং (Arijit Singh)-এর গান ছাড়া। তাঁর গান থাকলেই যে কোনো সিনেমা হবে সুপারহিট। এমনটাই বিশ্বাস করেন সিনেমার নির্মাতারা। জীবনে সুখ হোক দুঃখ যে কোনো পরিস্থিতিতেই ম্যাজিকের মত কাজ করে অরিজিৎ সিং (Arijit Singh)-এর গান।

কেমন আছেন অরিজিৎ সিং (Arijit Singh)?

এখন তাঁর জনপ্রিয়তা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক তরে। তাই সারাবছর ধরে দেশের বিভিন্ন শহরের গুলোর পাশাপাশি বিদেশের বিভিন্ন শহরেও মিউজিক কনসার্ট করে থাকেন গায়ক। তাই সারা বছর ধরে গান পাগল এই মানুষটার ব্যস্ত জীবনে সময় নেই এক ফোঁটাও। এই আগস্ট মাসেই  অরিজিৎ সিং-এর গানের কনসার্ট ছিল বিদেশে।

   

কিন্তু আচমকাই অনুরাগীদের মন খারাপ করে দিয়ে অরিজিৎ শোনালেন এক দুঃসংবাদ। তিনি জানালেন তাঁর নাকি শরীর ভালো নেই। তাই শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়েই তাঁকে  আগস্ট মাসের শো পিছিয়ে নিয়ে যেতে হচ্ছে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে অরিজিৎ  জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি আগস্ট মাসে কোন শো করতে পারবেন না।

আরও পড়ুন: ‘নিম ফুলের মধু’তে আসছেন নতুন নায়িকা! মাথায় হাত পর্ণা ভক্তদের

এদিন ইনস্টাগ্রামের এই পোস্টে অরিজিৎ লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijitsingh)

সেইসাথে এদিনের পোস্টে অরিজিৎ জানিয়েছেন অগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে। নিজের শোয়ের  নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ এদিন লিখেছেন , ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর