সপ্তমীতে সকালে বৃষ্টি, কেমন যাবে অষ্টমী-নবমী, জানুন আবহাওয়ার পূর্বাভাস

বাংলা হান্ট ডেস্ক :আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর৷ পঞ্চমী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছি, যদিও পঞ্চমীর সকালে প্রচন্ড বৃষ্টি হয়েই আকাশের মুখ ভার ছিল৷ কিন্তু ষষ্ঠীটা ভালো গেলেও সপ্তমীর সকাল থেকে আকাশের মুখ আবার ভার৷ সকাল থেকেই শহর কলকাতায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷ ষষ্ঠীর রোদ দেখে সকলেই আশার বুক বেঁধেছিল কিন্তু আবারও সপ্তমীর সকাল থেকে যেভাবে মেঘ ঘনিয়ে এসেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে বাঙালীর মনে৷ বৃষ্টি থেকে যে রেহাই মিলছে না তা বোঝার বাকি নেই কারোরই৷ তবে সপ্তমীর দিন সকালে যেভাবে বৃষ্টি হয়েছিল তাতে রাতভর হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷jpg 1

রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অবধি যে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে তার জেরে বৃষ্টি লেগেই থাকবে বলে মনে করা হচ্ছে৷ একইসঙ্গে তার ওপরে আবার জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ফলে বৃষ্টি যে সঙ্গ ছাড়বে না তা কিন্তু বোঝাই যাচ্ছে৷ তবে আজ অর্থাত্ সপ্তমীতে অল্পবিস্তর বৃষ্টি হলেও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এমনি বর্জ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর৷ আর নবমীতে তো অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

উল্লেখ্য, যেহেতু এবারের বর্ষা খুব দেরীতে এসেছে বঙ্গে তাই দেরীতে বর্ষা বিদায় নেবে৷ তারজন্যই এবারে আগে থেকে পুজোয় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিল৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 9 অক্টোবর তারিখেই বিদায় নেবে বর্ষা, তাই পুজো সপ্তাহে যে বৃষ্টি আনন্দে বাধ সাধছে তা বোঝাই যাচ্ছে৷

 

 

সম্পর্কিত খবর