বাংলা হান্ট ডেস্ক : ভারতে ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স 21 বছর ধরা হয় আর মেয়েদের ক্ষেত্রে তা 18 বছর৷ দীর্ঘদিন থেকেই এই নিয়ম চলে আসছে৷ তবে এ বার ছেলেদের বিয়ের ক্ষেত্রে বয়স কমানো হতে পারে, বিয়ের বয়সের নিয়মে রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ তাই জানা গিয়েছে মেয়েদের মতো ছেলেদের বয়স 18 হলেই মেয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে৷ যেহেতু সংবিধানের নিয়ম অনুযায়ী 18 বছর বয়স হলেই প্রাপ্ত বয়স্ক বলে বিবেচিত হয় তাই এ বার ভারতের মতো দেশে ছেলে ও মেয়ের বিয়ের বয়স এক করে দেওয়া হচ্ছে৷
বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী এই নয়া নিয়ম কার্যকর করতে চলেছে সরকার৷ জানা গিয়েছে ইতিমধ্যেই এই আইন সংশোধন করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক সম্পন্ন হয়েছে আর সেই বৈঠকের মাধ্যমে খুব শীঘ্রই ছেলেদের বিয়ের বয়স কমিয়ে 21 থেকে 18 বছর করা হতে চলেছে৷ সম্প্রতি 20-24 বছর বয়সী মেয়েদের ওপর একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে এদের মধ্যে প্রতি পাঁচজনে একজনের বিয়ে হয়েছে মাত্র পনেরো বছর বয়সে, আবার দুজনের একজনের 18 বছর পরে শহর আগেই বিয়ে হয়ে গেছে এবং মা হয়েছেন এক বছরের মধ্যেই৷
তবে ভারতীয় আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ যদিও তা এখনও অবধি মেনে নেওয়া হয় না৷ আমাদের সমাজের বিভিন্ন স্তরে এখনও নাবালিকাদের বিয়ে অপরাধ বলে গণ্য করা হলেও বিয়ে কিন্তু থেমে নেই৷ তবে যেহেতু এত দিন অবধি ছেলেদের বিয়ের বয়স 21 বছর ছিল তাই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কেন্দ্রকে, তাই তো এবার ছেলে ও মেয়েদের বিয়ের বয়স এক করতে চলেছে কেন্দ্র৷ বয়সের ফারাক নিয়ে যতই প্রশ্ন উঠুক এই বিচার ব্যবস্থা কার্যকরী হলে নাবালিকা বিয়ের মতো ঘটনা কি আদৌ রুখতে পারা যাবে? উঠছে প্রশ্ন৷