বাংলা হান্ট ডেস্ক :লোকসভা নির্বাচনের পরে রাজ্যে কর্মসংস্থান নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রশাসনিক বৈঠক থেকেই রাজ্যে বিভিন্ন পদে হাজার হাজার কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে রাজ্য সরকারের অধীনে বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গিয়েছে তবে আবারও পশ্চিমবঙ্গ হেলথ্ কমেন্ট বোর্ড তরফে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। 1497 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন খুঁটিনাটি-
1. পদের নাম- মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার।
2. শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা পাবলিক হেল্থ অথবা হেল্থ ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে।
3. বয়স সীমা- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 36 বছরের মধ্যে।
4. আবেদন ফি- তপসিলি জাতি ও উপজাতি কিংবা পিডব্লিউডি এদের জন্য আবেদনে কোনও টাকা লাগবে না তবে সাধারণ এবং ওবিসিদের জন্য 210 টাকা আবেদন ফি লাগবে।
আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকেপশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। Www.wbhrb.in তে গিয়ে এ দান করতে পারবেন। আবেদনের সময়সীমা- 22.11.2019।