মিটলো আবদার! শাহরুখের ‘জওয়ান’ ছবির জন্য ডাক পেলেন এই বাঙালি অভিনেত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির রাজত্ব আজ গোটা বিশ্বেই। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আর এবার খোদ শাহরুখের ছবির নায়িকা হতে চলেছেন এক বাঙালি কন্যা। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী। আর তাও আবার বহুল চর্চিত ছবি ‘জওয়ান’ (Jawan) এর হাত ধরে।

আর এই অভিনেত্রী হলেন দিল্লি নিবাসী সঞ্জিতা। জন্মসূত্রে বাঙালি হলেও তার বেড়ে ওঠা দিল্লিতে। পাশাপাশি বাংলাতেও তিনি বেশ সরগড়। এর আগে ফিলস লাইক ইশক, দ্য ব্রোকেন নিউজ এর মত কিছু কাজে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। আর এবার তো খোদ শাহরুখের নায়িকা হয়ে বলিউডে পা রাখছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সঞ্জিতার বাবা কলকাতায় বাসিন্দা। তার মা ময়মনসিংহের মেয়ে। যে কারণে বাড়িতে বাংলাতেই কথা বলা হয়। গান নিয়ে তার পড়াশোনা বার্কলি কলেজ অফ মিউজিকে। কয়েক বছর আগেই তার ইনস্টিটিউট থেকে এ আর রহমানকে ট্রিবিউট দেওয়া হয়েছিল। সেই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন সঞ্জিতাও।

আরও পড়ুন : রাহুল এখন অতীত, প্রিয়াঙ্কার জীবনে নতুন প্রেম! পোস্ট করে জানান দিলেন অভিনেত্রী

আসলে অভিনয়ের পাশাপাশি গানটা হল সঞ্জিতার প্যাশন। তিনি ছোটবেলা থেকে বাউল গান এবং রবীন্দ্র সংগীত শুনে বড় হয়েছেন। আর সেই টানেই তো প্রতিবছর শান্তিনিকেতন থেকে ঘুরে যেতেন। রবিঠাকুরের পাড়ায় এসে তিনি গান গাইতেন এবং গান শুনতেন। মূলত বাবাই রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন সঞ্জিতাকে।

sanjeeta bhattacharya plays a prominent part in shah rukh khans jawan 022413 16x9

জানা যাচ্ছে আজ থেকে প্রায় বছর দুয়েক আগে এই ছবির প্রস্তাব যায় সঞ্জিতার কাছে। এর আগে নেটফ্লিক্সে তার প্রথম সিরিজ ফিলস লাইক ইশক মুক্তি পেয়েছিল। তার ঠিক এক মাসের মাথাতেই ‘জওয়ান’ ছবির অফার পান। অডিশন-ও দেন এবং তাতে সিলেক্টও হয়ে যান। এখন তিনি জওয়ানে শাহরুখের প্রমীলা বাহিনীর অংশ।

আরও পড়ুন : শাহরুখের অন্ধ ভক্ত হয়েও ফিরিয়েছিলেন ‘জওয়ান’ ছবির অফার! অভিনেত্রীর কাহিনী চোখে জল আনবেই

জানিয়ে রাখি, এই বিগ বাজেট ছবিতে দীপিকা পাড়ুকোন, নয়ন তারা থেকে শুরু করে প্রিয়ামণি, সান্যা মালহোত্রাও রয়েছেন। সঞ্জিতার কথা অনুযায়ী, ছবিটি মূলত নারীকেন্দ্রিক একটি ছবি। ছবির বিষয়বস্তু সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবে বলেও দাবি করেছেন তিনি। এদিকে ভক্তরাও অপেক্ষা করে আছে, কবে এই ছবি প্রকাশ্যে আসবে? সাথে অপেক্ষা করছেন সঞ্জিতাও।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X