ভারতকে বানিয়েছিলেন বিশ্বজয়ী, এবার KKR-এ করছেন ধামাকা! চিনে নিন রঘুবংশীকে

বাংলা হান্ট ডেস্ক : মরশুমের শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ক্ষেত্রেই বিরোধীদের দুরমুশ করে দিচ্ছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাজানো দল। প্রথম তিন ম্যাচের তিনটিতেই দারুণ জয় ছিনিয়ে এনেছে শ্রেয়স ব্রিগেড। আর এই প্রতিটি ম্যাচেই উঠে এসেছে ভিন্ন ভিন্ন তারকা।

এমনিতে মরশুমের শুরুর থেকেই ফর্মে রয়েছেন আন্দ্রে রাসেল। অন্যদিকে সুনীল নারিনও তার বিধ্বংসী ব্যাটিং-র দৌলতে বিরোধীদের বুঝিয়ে দিচ্ছেন যে, তিনি জিততেই মাঠে নেমেছেন। চলতি মরশুমে এইসব অভিজ্ঞ প্লেয়ারদের কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিচ্ছেন নবাগতরাও। গত বুধবার দিল্লির বিরুদ্ধে ২৭২ রানের ইনিংসে তরুণ নাইট আংক্রিশ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) অবদানও কম নয়।

২৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় দলের (India National Cricket Team) পরবর্তী বিরাট কোহলি হতে এসেছেন। মাত্র ১৮ বছর ৩০৩ বয়সে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তা সত্যিই অনবদ্য। গতকাল ডিসির বিরুদ্ধে কেকেআরের ম্যাচ দেখার পর এককথায় সকলেই তার ভক্ত হয়ে গেছে। অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সী নাইট হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

আরও পড়ুন : শুধু হ্যাট্রিকই নয়, আরও বড় সুখবর পেল KKR! খুশিতে নাচছেন নাইট ভক্তরা

উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে শ্রীবৎস গোস্বামী KKR-র হয়ে অর্ধশতরান করেন। গতকাল ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দিল্লির বোলারদের কঠিন ক্লাস নিয়েছেন তিনি। এইদিন ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন আংকৃশ রঘুবংশী। এককথায় এই ইনিংসে সব জায়গাতেই দুর্দান্ত শট খেলেছেন তিনি। কাট, ফ্লিক, রিভার্স শট, প্রতিটি শটেই স্টেডিয়াম জুড়ে ওঠে তুমুল করতালি।

আরও পড়ুন : অভিষেকেই নজিরবিহীন রেকর্ড, টিম ইন্ডিয়া পেল দ্বিতীয় বিরাট কোহলি! নাম শুনেই কাঁপছে বোলাররা

 

kkr

আংকৃশ রঘুবংশীর কেরিয়ার : গত ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ এর বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন আংকৃশ। উল্লেখ্য, যশ ধুলের নেতৃত্বে এই বিশ্বকাপ জিতেছিল ভারত। টুর্নামেন্টে ৬ ইনিংসে মোট ২৭৮ রান করেছিলেন আংকৃশ। পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ রানারদের তালিকায় তিনি শীর্ষ ৪-র অংশ ছিলেন।

আরও পড়ুন : ‘ক্যান্সারে আক্রান্ত, ৬ মাস ধরে লড়ছি…’! প্রচার করতে পারব না, ঘোষণা মোদীর

আংকৃশ মূলত দিল্লির বাসিন্দা। তিনি মাত্র ১১ বছর বয়সে ক্রিকেট প্রশিক্ষণের জন্য মুম্বাই যান। মুম্বাইতে অভিষেক নায়ার এবং ওমকার সালভির তত্ত্বাবধানে তার প্রশিক্ষণ চলছিল। উল্লেখযোগ্য বিষয় হল, অভিষেক নায়ারও কেকেআরের বর্তমান সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছেন। এরপর ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে টি ২০ তে অভিষেক হয় তার। সিকে নাইডু ট্রফিতে তিনি মাত্র ৯ ম্যাচে ৭৬৫ রান করেছিলেন। এরপর IPL-র নিলামে KKR তাকে মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইস দিয়ে কিনেছিল। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিলনা তা প্রমাণ করে দিয়েছেন আংকৃশ রঘুবংশী নিজেও।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর