মাত্র ৬০ টাকা প্রিমিয়াম দিলে মিলবে একাধিক সুবিধা! গ্রাহকদের জন্য দারুণ অফার LIC-র

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে টাকা জমাবার নিরাপদ স্থান হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিস। কিন্তু প্রতিদিন যে হারে সুদের হার কমছে তাতে লাভের মুখ খুব কম দেখতে পাচ্ছেন আমানতকারীরা। এমন অবস্থায় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation) নিয়ে এসেছে পকেট সাশ্রয়ী একটি প্ল্যান। যাতে সুরক্ষিত হবে আপনার ভবিষ্যৎ, সুরক্ষিত থাকবে আপনার টাকা। সম্প্রতি “মঙ্গল নীতি” নামে একটি স্কিম চালু করেছে এলআইসি। এতে মাসিক ৬০ টাকার বিনিময় ৫০০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন আমানতকারীরা। এবার দেখে নেওয়া যায় এই স্কিমটি সম্পর্কে।

এই স্কিমের প্রধান বৈশিষ্ট্য হল, ম্যাচিউরিটির পর সব টাকা একসাথে পাওয়া যায়। এর পাশাপাশি বিনিয়োগকারী কোনওরকমের দুর্ঘটনার শিকার হলে সেই সময় এই স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও কোন কারনে বিনিয়োগকারীর দুর্ঘটনার মৃত্যু হলে নমিনিকে দেওয়া হবে দ্বিগুণ কভারের টাকা।

এলআইসি “মঙ্গল নীতি” একটি দীর্ঘকালীন স্কিম। এই প্ল্যানের নিয়ম অনুযায়ী আপনি বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, মাসিক, ১৫ দিন বা প্রতি সপ্তাহে একবার এর প্রিমিয়াম দিতে পারেন। মেয়াদ পূর্ণ হওয়ার পর এই স্ক্রিমটি থেকে আপনি সর্বনিম্ন ১০ হাজার টাকা ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

LIC1 1

সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর বয়সীরা এই প্ল্যানে নাম নথিভুক্ত করতে পারেন। ৬৫ বছর বয়স পূর্ণ হলে আপনি ম্যাচিউরিটির টাকা হাতে পাবেন। সে ক্ষেত্রে ৫ থেকে ১৫ বছরের জন্য এই প্ল্যানটি নেওয়া যেতে পারে। এর পাশাপাশি এই প্ল্যানটি ৮০ সি ধারায় কর ছারের সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ আপনি যে টাকাটি হাতে পাবেন তার উপর কোন ট্যাক্স দিতে হবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর