“ফল করতে হবে ১০০%”, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংসদদের বার্তা নাড্ডার

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন (President Election) নিয়ে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি (Bharatiya Janata Party)। আগামী ১৮ জুলাই বাদল অধিবেশন শুরুর প্রথম দিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনকে পাখির চোখ করে রণং দেহি মূর্তি গেরুয়া শিবিরে। আগামী ১৮ জুলাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়ম মেনে ভোট প্রদান করবেন লোকসভার সাংসদরা। সেই ভোটে ১০০% ভোট নিশ্চিত করতে চাইছে বিজেপি।

গত শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি বৈঠক করেন সাংসদদের সাথে। তাদের জন্য নৈশ ভোজেরও আয়োজন করেন তিনি। সেই বৈঠকে তিনি দলীয় সাংসদদের নির্দেশ দেন রাষ্ট্রপ্রতি নির্বাচনে যেন ১০০ শতাংশ ভোট নিশ্চিত করা যায়। রাষ্ট্রপতি নির্বাচনে কিভাবে ভোট প্রদান করতে হবে সেই বিষয়ে একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। সংসদদের উদ্দেশ্যে নাড্ডা জানিয়েছেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানের সময় যেন কোন রকমের ভুল না হয়।

এদিনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি আসন্ন বাদল অধিবেশন নিয়েও আলোচনা করা হয় ।আসন্ন বাদল অধিবেশনে সাংসদদের প্রস্তুত থাকার কথা জানিয়েছেন নাড্ডা। সাংসদদের তিনি পরামর্শ দিয়েছেন, তারা যেন সব রকম ভাবে প্রস্তুত থাকেন। সংসদ চলাকালীন কোনরকম ছুটি যেন তারা না নেন।

আগামী ১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী বাংলার রাজ্যপাল জগদীপ ধানকার। বৈঠক শেষে উপ রাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধানকরের নাম ঘোষণা করা হলে অনেকেই অবাক হয়ে যান। ২০২৩ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির তরফ থেকে “রাজস্থানের ঘরের ছেলেকে” প্রার্থী করা হলো বলে মনে করছেন অনেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর