দুর্মূল্যের বাজারে কমল রান্নার গ্যাসের দাম! পুজোর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক: এই দুর্মূল্যের বাজারে শাক-সবজি থেকে অন্যান্য আনাজপাতি সবকিছুতেই হাত পুড়ছে মধ্যবিত্তের। তাই এই মূল্যবৃদ্ধির বাজারে খরচ কমাতেই রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়েছে।

দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder)

জানলে অবাক হবেন এতদিন খোলা বাজারে  যে দামে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) বিক্রি হচ্ছিল এবার তা প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে। জানা যাচ্ছে, এবার থেকে প্রতিটি গ্যাস সিলিন্ডারে প্রায় ৪০০ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এপ্রসঙ্গে নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, ‘লাডলি বহনা’ যোজনার আওতায় প্রত্যেক উপভোক্তাকে ৪৫০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৪৮ টাকা। তার মধ্যে মাত্র ৪৫০ টাকা দিলেই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন মা-বোনেরা। আর বাকি ৩৯৮ টাকা দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য দারুণ সুখবর, রাখিতে চলবে একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

প্রসঙ্গত, ‘লাডলি বহনা’ প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ১,২৫০ টাকা পান। যা সরাসরি চলে আসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এখানে বলে রাখি সামনেই আসছে রাখি বন্ধন। আর এই কারণেই অগস্ট মাসে তাঁদের অ্যাকাউন্টে ২৫০ টাকা বেশি ঢুকবে। জানা যাচ্ছে, এই টাকা আগামী পয়লা অগস্ট থেকে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

LPG G

প্রঙ্গত আদতে ওই প্রকল্প শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উল্লেখ্য দেশে এখন কিন্তু নতুন করে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। গত মার্চে শেষবার এই দাম কমানো হয়েছিল। তাই বর্তমানে কলকাতায় একটি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। অন্যদিকে দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর