আজ থেকে নতুন অর্থবছরে বদলে গেল একাধিক নিয়ম, জেনে নিন কি কি

বাংলাহান্ট ডেস্কঃ আজ থেকে চালু হল নতুন অর্থবছরের। বদলাতে চলেছে একাধিক নিয়ম যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের জীবনে ৷ ট্যাক্স থেকে গ্যাস সিলিন্ডার এবং ব্যাঙ্ক সংযুক্তিকরণ-সহ বদল হতে চলেছে একাধিক ৷

102644 income tax return helpline
দেশের ক্ষতির মুখে থাকা ব্যাংকগুলি মার্জ হয়ে আজ থেকে একসাথে পথ চলতে শুরু করবে। মার্জ হয়ে যাওয়ার কারনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কমে ১২ হয়ে গিয়েছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, সিন্ডিকেট ব্যাঙ্কের কানাড়া ব্যাঙ্কে, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাঙ্কে, এলাহাবাদ ব্যাঙ্কের ইন্ডিয়ান ব্যাঙ্কে মার্জার হয়ে গিয়েছে ৷ সবচেয়ে বেশি পড়তে চলেছে এর প্রভাব পড়তে চলেছে। অ্যাকাউন্ট নম্বর থেকে IFSC কোড সব কিছুই বদলে যাবে ৷

পাশাপাশি, আজ থেকেই চালু হতে চলেছে নতুন আয়কর ব্যাবস্থা। নতুন নিয়মে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও ইনকাম ট্যাক্স রিটার্ন ৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা আয়ে ট্যাক্স দিতে হবে ১০ শতাংশ আয়কর, ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা উপার্জনে দিতে হবে ১৫ শতাংশ , ১০ থেকে ১২.৫ লক্ষ টাকায় ২০ শতাংশ ও ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে ২৫ শতাংশ আয়কর ৷ ১৫ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে৷

এছাড়াও, আজ থেকে পেনশনভোগী মানুষেরা অবসরের ১৫ বছর পর পুরো পেনশন পাওয়ার সুযোগ পাবেন। এবং মোবাইলে ১২ শতাংশের বদলে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি।

সম্পর্কিত খবর